গোয়ালন্দের গৃহবধু করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মুত্যু ॥ গোয়ালন্দে দাফনে বাঁধার অভিযোগ
- প্রকাশের সময় : ০৮:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৪৮৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : গোয়ালন্দ পৌরসভার আলম চৌধুরীর পাড়া মহল্লার বাবু লাল শেখের স্ত্রী আইভি আক্তার (২৪) করোনা ভাইরাস আক্রান্ত হয়ে রোববার ঢাকা কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। তার লাশ স্বজনরা গোয়ালন্দে দাফনের উদ্যোগ নিলে স্থানীয়দের আপত্তি থাকায় বাবার বাড়ি ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের দয়রামপুর গ্রামে দাফন সম্পন্ন করা হয়।
জানা যায়, গত ১১ এপ্রিল গৃহবধু আইভি অসুস্থ্য হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গত ১৭ এপ্রিল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরদিন সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে। এরপর তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, বিভিন্ন সূত্রে করোনা ভাইরাসে আক্রান্ত গোয়ালন্দের গৃহবধু’র মৃত্যুর সংবাদ জেনেছি। স্থানীয়দের আপত্তি থাকায় ওই গৃহবধুর লাশ সরাসরি ফরিদপুরের বাবার বাড়ি এলাকায় দাফন করা হয়েছে। ওই গৃহবধুর স্বামীর বাড়ি যেহেতু গোয়ালন্দে তাই ওই পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।