কালুখালিতে ৩দিনব্যাপি কেকেএস সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১১:০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
- / ১৬৯৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে, কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আয়না আদর্শ একাডেমিতে “ ৩ দিন ব্যাপী কেকেএস সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই পর্বের আয়োজনে সমন্বিত এ অনুষ্ঠানের প্রথম পর্ব স্কুল প্রাঙ্গনে বেলা ৩.৩০ মিনিটে জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক জাহিদ হোসেন, সাধারন সম্পাদক, উপজেলা শিল্পকলা একাডেমি, কালুখালি।
পরে গান, চিত্রাংকন, দেয়াল পত্রিকা, আবৃত্তি, নৃত্য, গল্প বলা , কুইজ, ও সুন্দর হাতের লেখা সর্বমোট ১৩টি বিষয়ের উপর মোট ১৯৮ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে প্রতিযোগীতা সম্পন্ন হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়না আদর্শ একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন খায়রুল ইসলাম খায়ের, সদস্য, জেলা পরিষদ,রাজবাড়ি । বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেহেদী হাচিনা পারভীন নিলুফা, চেয়ারম্যান, রতনদিয়া ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর কালুখালি শাখার ম্যানেজার পাংকজ কুমার বাগচী। বিজয়ীদের পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
পাংশায় ভাষা ও সংস্কৃতি প্রতিযোগীতা
সাংস্কৃতিক পরিমন্ডলে সুস্থ্য ও সুন্দর আমরা। তারুন্যের উচ্ছাসিত এই অনুরাগের বিস্তৃতির পরিকল্পনায় রাজবাড়ীর পাংশা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কশবামাজাইল এ.এইচ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো বৈচিত্রময় এক আয়োজন “কেকেএস ভাষা ও সংস্কৃতি প্রতিযোগীতা ২০১৯”।
সুন্দর হাতের লেখা, দেশের গান, আবৃত্তি, একক অভিনয় ও শুদ্ধ বানান, এই ছিলো প্রতিযোগীতার বিষয়। জাতীয়ভাবে তারুন্য অবক্ষয়ের এই শেষ বেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহযোগীতায় মানস ও মণন জাগানীয়া এই প্রতিযোগীতার আয়োজন করেছিলো রাজবাড়ী জেলার সমাজ ও মানব উন্নয়নের প্রবর্তক সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)। কেকেএস এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে পরিচালিত এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কর্মসূচির প্রোগ্রাম অফিসার নাট্যকার ফয়েজুল হক কল্লোল।
প্রতিযোগীতার পুরস্কার বিতরন পর্বে কশবামাজাইল এ.এইচ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জনাব মোঃ খায়রুল হাসান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হুমাযুন কবীর, সহকারী শিক্ষক কশবামাজাইল এ.এইচ উচ্চ বিদ্যালয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কশবামাজাইল এ.এইচ উচ্চ বিদ্যালয় শিক্ষক মোঃ মুফিউল আলম।
প্রতিযোগীতা আয়োজনে এবং সুষ্ঠ সাহিত্য চর্চার মাধ্যমে কোমলমতি তরুণ শিক্ষার্থীদের সুষ্ঠ মানস ও মণন তৈরির অন্নেষনে কেকেএস এর এই সূদুরপ্রসারী অভিযাত্রা। এই স্কুল গুলো ছাড়াও পর্যায়ক্রমে অন্যান্য স্কুল গুলোতেও সমাজ সংস্কারক এই আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতা শেষে উত্তির্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অভিনব প্রতিযোগীতার এই অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন।