বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
- প্রকাশের সময় : ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
- / ১৫৪৬ জন সংবাদটি পড়েছেন
Indian students of Saint Joseph Degree college participate in an anti-rape protest in Hyderabad on September 13, 2013. The judge hearing the case of four men convicted for a shocking gang rape on a bus in New Delhi in December 2012 sentenced them to death. AFP PHOTO / Noah SEELAM / AFP PHOTO / Noah SEELAM (Photo credit should read NOAH SEELAM/AFP/Getty Images)
জনতার আদালত অনালাইন ॥ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পিযুষ কুমার মন্ডল নামে এক যুবকের বিরুদ্ধে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় রোববার রাতে মামলা হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশী ভরাট গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে।
বালিয়াকান্দি থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, পিযুষ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ছাত্রী এতে সাড়া দেয়নি। গত ২১ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে গেলে পিযুষ দরজা খোলা পেয়ে ঘরের ভেতর গিয়ে লুকিয়ে থাকে। কিছু সময় পর সবাই ঘুমে অচেতন হয়ে গেলে পিযুষ ছাত্রীর গলায় ছোরা ধরে ধর্ষণ করে। এব্যাপারে ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ীর আদালতে পিযুষকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামালটি রোববার রাতে বালিয়াকান্দি থানায় রেকর্ড হয়।
বালিয়াকান্দি থানার এসআই বিল্লাল হোসেন জানান, মামলাটি রেকর্ড হওয়ার পরই পুলিশ পিযুষকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালিয়েছিল। কিন্তু সে পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ধর্ষণের শিকার ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।