বালিয়াকান্দিতে কলেজছাত্রীকে গাড়ির লোভ দেখিয়ে ৮১ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার ৫
- প্রকাশের সময় : ০৯:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
- / ১৪৯১ জন সংবাদটি পড়েছেন
বালিয়াকান্দি প্রতিনিধি ॥ মোবাইল ফোনে প্রাইভেটকার প্রাপ্তির প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা এলাকার বাসিন্দা ও বালিয়াকান্দি ডিগ্রী কলেজের ¯œাতক প্রথম বর্ষের ছাত্রী তানিয়া খাতুনের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গত মঙ্গল ও বুধবার দুদিন অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল ঈশ^র্দী গ্রামের জয়নাল চৌধুরীর ছেলে শাহজালাল চৌধুরী, একই উপজেলার মিয়াপাড়া গ্রামের জাফর ফরাজীর ছেলে সুমন ফারাজী, নগরকান্দা উপজেলার জুঙ্গরদী গ্রামের সেন্টু কাজীর ছেলে ইমরুল কাজী, ফরিদপুর কোতায়ালী থানার বাখুন্ডা গ্রামের ইব্রাহীম খানের ছেলে সাইফুল ইসলাম এবং মাদারীপুরের শিবচর উপজেলার গুপ্তের কাদিম গ্রামের রাজেক মাতব্বরের ছেলে টোকন মাতব্বর।
র্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমন্ডার রইছ উদ্দিন জানান, অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি তানিয়া খাতুনকে মোবাইল ফোনে জানায়; সে লটারীতে একটি দামী প্রাইভেটকার জিতেছে। গাড়িটি পাওয়ার শর্ত হিসেবে তার কাছে রেজিস্ট্রেশন ফি বাবদ ৮১ হাজার টাকা দাবি করে। তানিয়া সরল বিশ^াসে গত ২৩ ও ২৪ মে দুই দিনে কয়েক দফায় বিকাশের মাধ্যমে প্রতারক চক্রের দেয়া নাম্বারে পুরো টাকা পাঠিয়ে দেয়। এ ঘটনায় তানিয়ার বাবা সাদেক আলী খান ২৫ মে তারিখে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং ৩০ মে তারিখে র্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পকে বিষয়টি অবহিত করেন। র্যাবের সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করে বুধবার তাদেরকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে। প্রতারক চক্রের বাকী সদস্যদের আটকের চেষ্টা চলছে।