রাজবাড়ী জেলার কৃতি সন্তানদের সম্মানে ঢাকায় জনতার আদালতের ইফতার মাহফিল ও আলোচনা সভা
- প্রকাশের সময় : ০৯:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
- / ১৫৬১ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ ঢাকাস্থ রাজবাড়ী জেলার কৃতি সন্তানদের সম্মানে দৈনিক জনতার আদালতের উদ্যোগে গতকাল মঙ্গলবার ইফতার মাহফিল ও আলোচনা সভা জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, সাবেক সচিব ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সমিতির সভাপতি মো. শাজাহান আলী মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আকতারুজ্জামান, পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. রেজাউল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, উপ-সচিব মাহমুদুল হাসান মুরাদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপÑসচিব ইকবাল হোসাইন, যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আকরাম হোসেন, ডেপুটি অ্যটর্নি জেনারেল অ্যড. মো. ফরহাদ হোসেন, সাবেক মেজর ড. এমএ সাইদ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক জনতার আদালত গণমানুষের কথা বলে। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যেই পাঠকদের হৃদয় জয় করেছে। রাজবাড়ী জেলার উন্নয়নমূলক কর্মকান্ডেও ভূমিকা রাখছে। এধারা অব্যাহত রাখতে হবে। বক্তারা বলেন, প্রচলিত সংবাদের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকান্ড বা ইতিবাচক সংবাদ পরিবেশন করাও একটি পত্রিকার নৈতিক দায়িত্ব। একাজটিও জনতার আদালত ভালোভাবেই করতে পারছে।
সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।