google.com, pub-6890555873338496, DIRECT, f08c47fec0942fa0
Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সড়কে মেয়াদহীন ৭৫ হাজার গাড়ি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 11

দেশে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিএ) নিবন্ধন হয়েছে ৬২ লাখ ৬০ হাজার ৭৬৮টি যানবাহন। এর মধ্যে বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কার্গো ভ্যান ও ট্যাংকারের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৬৫৪টি। মেয়াদোত্তীর্ণ পরিবহনের সংখ্যা ৭৫ হাজার ২৪২টি। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ এসব পরিবহন দাপিয়ে চলছে সড়ক। তবে শিগগিরই বিআরটিএ এসব পরিবহনের বিরুদ্ধে অভিযানে নামছে বলে জানা গেছে। অবশ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বিআরটিএতে ডাম্পিং স্টেশন সংকটের কথাও জানিয়েছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বছরের ৬ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল- পুরনো বাস ও মালবাহী যানবাহন রাস্তায় না নামতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। চিঠিতে বায়ুদূষণ কমাতে ২০ বছরের বেশি পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক ও কাভার্ড ভ্যান রাস্তা থেকে প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। এ চিঠি পাওয়ার পর নড়েচড়ে বসে বিআরটিএ। এরপর ১৭ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এতে বলা হয়, ঢাকা মহানগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার মহানগর থেকে পুরনো বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান প্রভৃতি মোটরযান অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে চলতি বছরের (২০২৫) মে মাসের মধ্যে প্রাথমিকভাবে মহানগরী হতে ২০ বছরের অধিক পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরনো ট্রাক, কাভার্ড ভ্যানসহ মালবাহী মোটরযানগুলো অপসারণ করতে হবে।

সূত্র জানায়, ডাম্পিং স্টেশনের চরম সংকটে রয়েছে বিআরটিএ। কোথাও ডাম্পিং স্টেশন খালি নেই। একই সঙ্গে প্রতিটি থানার সামনে প্রচুর ডাম্পিং গাড়ি রয়েছে। জায়গা সংকটে নতুন করে পুলিশ গাড়ি ডাম্পিং করছে না। নতুন করে ডাম্পিংয়ের স্থান পাওয়াও যাচ্ছে না।

এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন বলেন, লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা নতুন করে সড়কে শৃঙ্খলা আনার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে আগামী মে মাসের মধ্যে ২০ বছরের অধিক পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরিসহ মালবাহী যানবাহনগুলো সড়ক থেকে অপসারণ করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে অন্যতম ডাম্পিং স্টেশনের চরম সংকট রয়েছে। অভিযানে নামার পর ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ পরিবহনগুলো কোথায় রাখব সে রকম জায়গা খুঁজে পাচ্ছি না। সাময়িকের জন্য হলেও সাবেক বাণিজ্য মেলার স্থানটি ডাম্পিংয়ের জন্য বরাদ্দ দিলে জব্দ করা গাড়ি ডাম্পিং করা যেত।

সূত্র জানায়, দেশে মেয়াদোত্তীর্ণ যানবাহনের সংখ্যা ৭৫ হাজার ২৪২টি। ২০ বছরের অধিক পুরনো বাস ও মিনিবাসের সংখ্যা ২৮ হাজার ৭৬১টি। এর মধ্যে শুধু ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় রয়েছে ১০ হাজার ৫৫৬টি। আর ঢাকা মহানগর ছাড়া দেশের অন্য বিভাগীয় ও জেলা শহরে পুরনো বাস রয়েছে ১০ হাজার ২০৫টি। এ ছাড়া ২৫ বছরের অধিক পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরিসহ মালবাহী পরিবহনের সংখ্যা ৪৬ হাজার ৪৮১টি। ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ১৪ হাজার ৬৮৩টি। আর এর বাইরে রয়েছে ৩১ হাজার ৭৯৮টি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সড়কে মেয়াদহীন ৭৫ হাজার গাড়ি

প্রকাশের সময় : ১২:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

দেশে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিএ) নিবন্ধন হয়েছে ৬২ লাখ ৬০ হাজার ৭৬৮টি যানবাহন। এর মধ্যে বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কার্গো ভ্যান ও ট্যাংকারের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৬৫৪টি। মেয়াদোত্তীর্ণ পরিবহনের সংখ্যা ৭৫ হাজার ২৪২টি। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ এসব পরিবহন দাপিয়ে চলছে সড়ক। তবে শিগগিরই বিআরটিএ এসব পরিবহনের বিরুদ্ধে অভিযানে নামছে বলে জানা গেছে। অবশ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বিআরটিএতে ডাম্পিং স্টেশন সংকটের কথাও জানিয়েছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বছরের ৬ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল- পুরনো বাস ও মালবাহী যানবাহন রাস্তায় না নামতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। চিঠিতে বায়ুদূষণ কমাতে ২০ বছরের বেশি পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক ও কাভার্ড ভ্যান রাস্তা থেকে প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। এ চিঠি পাওয়ার পর নড়েচড়ে বসে বিআরটিএ। এরপর ১৭ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এতে বলা হয়, ঢাকা মহানগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার মহানগর থেকে পুরনো বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান প্রভৃতি মোটরযান অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে চলতি বছরের (২০২৫) মে মাসের মধ্যে প্রাথমিকভাবে মহানগরী হতে ২০ বছরের অধিক পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরনো ট্রাক, কাভার্ড ভ্যানসহ মালবাহী মোটরযানগুলো অপসারণ করতে হবে।

সূত্র জানায়, ডাম্পিং স্টেশনের চরম সংকটে রয়েছে বিআরটিএ। কোথাও ডাম্পিং স্টেশন খালি নেই। একই সঙ্গে প্রতিটি থানার সামনে প্রচুর ডাম্পিং গাড়ি রয়েছে। জায়গা সংকটে নতুন করে পুলিশ গাড়ি ডাম্পিং করছে না। নতুন করে ডাম্পিংয়ের স্থান পাওয়াও যাচ্ছে না।

এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন বলেন, লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা নতুন করে সড়কে শৃঙ্খলা আনার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে আগামী মে মাসের মধ্যে ২০ বছরের অধিক পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরিসহ মালবাহী যানবাহনগুলো সড়ক থেকে অপসারণ করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে অন্যতম ডাম্পিং স্টেশনের চরম সংকট রয়েছে। অভিযানে নামার পর ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ পরিবহনগুলো কোথায় রাখব সে রকম জায়গা খুঁজে পাচ্ছি না। সাময়িকের জন্য হলেও সাবেক বাণিজ্য মেলার স্থানটি ডাম্পিংয়ের জন্য বরাদ্দ দিলে জব্দ করা গাড়ি ডাম্পিং করা যেত।

সূত্র জানায়, দেশে মেয়াদোত্তীর্ণ যানবাহনের সংখ্যা ৭৫ হাজার ২৪২টি। ২০ বছরের অধিক পুরনো বাস ও মিনিবাসের সংখ্যা ২৮ হাজার ৭৬১টি। এর মধ্যে শুধু ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় রয়েছে ১০ হাজার ৫৫৬টি। আর ঢাকা মহানগর ছাড়া দেশের অন্য বিভাগীয় ও জেলা শহরে পুরনো বাস রয়েছে ১০ হাজার ২০৫টি। এ ছাড়া ২৫ বছরের অধিক পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরিসহ মালবাহী পরিবহনের সংখ্যা ৪৬ হাজার ৪৮১টি। ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ১৪ হাজার ৬৮৩টি। আর এর বাইরে রয়েছে ৩১ হাজার ৭৯৮টি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন