গুরুত্বপূর্ণ সংবাদ:
জামায়াতের অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / 13
নীলফামারীর ডোমারে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে পৌর এলাকার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই নেতার নাম সৌরভ হোসেন (৩৭)। তিনি ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সৌরভ চিকনমাটি ধনীপাড়া এলাকার বাসিন্দা ফারুখ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালের রাজনৈতিক অস্থিরতার সময় হামলা চালিয়ে জামায়াতের স্থানীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সৌরভ হোসেন অন্যতম আসামি ছিলেন।
ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সৌরভ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সৌরভকে দ্রুতই আদালতে তোলা হবে।
Tag :