Dhaka ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২০২৪ সালে রাশিয়ার ৪ লাখ ৩০ হাজার সেনা নিহত, দাবি ইউক্রেনের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / 12

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের কিছু অংশে রাশিয়া ক্রমান্বয়ে অগ্রগতি লাভ করেছে। ২০২৪ সালে চার হাজার ১৬৮ কিলোমিটার মাঠ এবং পরিত্যক্ত গ্রাম দখল করেছে রাশিয়া। যা ইউক্রেনের ০.৬৯ শতাংশের সমান।

উপগ্রহ চিত্র এবং ভূ-অবস্থানকৃত ভিডিও ফুটেজের উপর ভিত্তি করে ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এই তথ্য জানিয়েছে।

আইএসডব্লিউ জানিয়েছে, রুশ বাহিনী ২০২৪ সালে ইউক্রেনের চারটি মাঝারি আকারের জনবসতি দখল করেছে। যার মধ্যে আছে আভদিভকা, সেলিডোভ, ভুহলেদার এবং কুরাখোভ।

রাশিয়ার বাহিনী আভদিভকা নিয়ন্ত্রণে নিতে চার মাস সময় ব্যয় করেছে। আর দুই মাস লেগেছে সেলিডোভ এবং কুরাখোভ দখলের জন্য।

তবে এই ভূমি দখল করতে রাশিয়াকে চড়া মূল্যও চুকাতে হয়েছে বলে দাবি ইউক্রেনের। কিয়েভের দাবি, ২০২৪ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৩০ হাজারের বেশি সেনা হারিয়েছে।

ইউক্রেনের কমান্ডার-ইন-চীফ অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ান বাহিনীর ২০২৪ সালে আনুমানিক চার লাখ ২৭ হাজার সেনা হতাহত হয়েছে। আর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালযয়ের দাবি, গত বছর রাশিয়ার ৪ লাখ ৩০ হাজার ৭৯০ সেনা নিহত হয়েছে। যা রাশিয়ার ৩৬টি সেনা ডিভিশনের সমান।

সেই হিসাবে প্রতিদিন গড়ে ১২শ’র মতো রাশিয়ান সেনা নিহত হয়েছে। ইউক্রেনের দাবি মতে, রাশিয়ার সবচেয়ে বেশি সেনা হতাহত হয়েছে ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে। এই দুই মাসে যথাক্রমে ৪৫ হাজার ৭২০ ও ৪৮ হাজার ৬৭০ সেনা হারায় রাশিয়া।

যদিও এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২০২৪ সালে রাশিয়ার ৪ লাখ ৩০ হাজার সেনা নিহত, দাবি ইউক্রেনের

প্রকাশের সময় : ০৯:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের কিছু অংশে রাশিয়া ক্রমান্বয়ে অগ্রগতি লাভ করেছে। ২০২৪ সালে চার হাজার ১৬৮ কিলোমিটার মাঠ এবং পরিত্যক্ত গ্রাম দখল করেছে রাশিয়া। যা ইউক্রেনের ০.৬৯ শতাংশের সমান।

উপগ্রহ চিত্র এবং ভূ-অবস্থানকৃত ভিডিও ফুটেজের উপর ভিত্তি করে ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এই তথ্য জানিয়েছে।

আইএসডব্লিউ জানিয়েছে, রুশ বাহিনী ২০২৪ সালে ইউক্রেনের চারটি মাঝারি আকারের জনবসতি দখল করেছে। যার মধ্যে আছে আভদিভকা, সেলিডোভ, ভুহলেদার এবং কুরাখোভ।

রাশিয়ার বাহিনী আভদিভকা নিয়ন্ত্রণে নিতে চার মাস সময় ব্যয় করেছে। আর দুই মাস লেগেছে সেলিডোভ এবং কুরাখোভ দখলের জন্য।

তবে এই ভূমি দখল করতে রাশিয়াকে চড়া মূল্যও চুকাতে হয়েছে বলে দাবি ইউক্রেনের। কিয়েভের দাবি, ২০২৪ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৩০ হাজারের বেশি সেনা হারিয়েছে।

ইউক্রেনের কমান্ডার-ইন-চীফ অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ান বাহিনীর ২০২৪ সালে আনুমানিক চার লাখ ২৭ হাজার সেনা হতাহত হয়েছে। আর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালযয়ের দাবি, গত বছর রাশিয়ার ৪ লাখ ৩০ হাজার ৭৯০ সেনা নিহত হয়েছে। যা রাশিয়ার ৩৬টি সেনা ডিভিশনের সমান।

সেই হিসাবে প্রতিদিন গড়ে ১২শ’র মতো রাশিয়ান সেনা নিহত হয়েছে। ইউক্রেনের দাবি মতে, রাশিয়ার সবচেয়ে বেশি সেনা হতাহত হয়েছে ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে। এই দুই মাসে যথাক্রমে ৪৫ হাজার ৭২০ ও ৪৮ হাজার ৬৭০ সেনা হারায় রাশিয়া।

যদিও এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।