Dhaka ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আক্তারুজ্জামান মৃধা , গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৭:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪৯ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গোয়ালন্দ ঘাট থানায় একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। দিনটি উপজেলা সরকারি বেসরকারি ভবন উজ্জ্বল আলোক বাতি দিয়ে সাজানো হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল নয়টায় গোয়ালন্দ বাজার আনসার ক্লাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, গোয়ালন্দ ঘাট থানা, গোয়ালন্দ প্রেসক্লাব, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সকাল দশটায় গোয়ালন্দ উপজেলার মাঠে

আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা, প্যারোড গ্রহণ ও মেলার উদ্বোধন করা হয়। বেলা ১১টায় উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, তদন্ত উত্তম কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. শরিফ ইসলাম, মেডিকেল অফিসার প্রদ্বীপ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমূখ।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশের সময় : ০৭:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গোয়ালন্দ ঘাট থানায় একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। দিনটি উপজেলা সরকারি বেসরকারি ভবন উজ্জ্বল আলোক বাতি দিয়ে সাজানো হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল নয়টায় গোয়ালন্দ বাজার আনসার ক্লাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, গোয়ালন্দ ঘাট থানা, গোয়ালন্দ প্রেসক্লাব, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সকাল দশটায় গোয়ালন্দ উপজেলার মাঠে

আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা, প্যারোড গ্রহণ ও মেলার উদ্বোধন করা হয়। বেলা ১১টায় উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, তদন্ত উত্তম কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. শরিফ ইসলাম, মেডিকেল অফিসার প্রদ্বীপ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমূখ।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।