মৃগীতে শহিদ দিয়ানতের কবরে পুষ্পমাল্য অর্পণ
![](https://jonotaradalot.com/wp-content/themes/template-pro/assets/images/reporter.jpg)
- প্রকাশের সময় : ০২:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ১০৬৯ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর কালুখালীতে গভীর শ্রদ্ধায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলার মৃগী ইউনিয়নে শহিদ মুক্তিযোদ্ধা দিয়ানত আলী এর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ও অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান এর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ফকিরসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মৃগী শহিদ দিয়ানত ডিগ্রী কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আয়ুব আলীর নেতৃত্বে অন্যান্য শিক্ষক মন্ডলী পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, মৃগী শহিদ দিয়ানত ডিগ্রী কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আয়ুব আলী, সহকারী অধ্যাপক কেএম মনিরুল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।