পরীমণি কি বিগবসে যাচ্ছেন?
- প্রকাশের সময় : ০১:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ১০৪৪ জন সংবাদটি পড়েছেন
ভারতীয় রিয়ালিটি টিভি শো ‘বিগবস’। এটি সেলিব্রিটি এবং সাধারণ মানুষদের নিয়ে একটি রিয়ালিটি শো, যেখানে অংশগ্রহণকারীদের একটি বাড়িতে একসাথে রাখা হয় এবং তাদের নিয়মিত জীবনযাত্রা, মতবিরোধ, সম্পর্ক, এবং আচরণ দেখানো হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি বলেন, ‘বিগবসে যায় গা নাকি?’
তবে তিনি আসলেই বিগবসে যাচ্ছেন কিনা এ বিষয়ে জানা যায়নি। সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন।
মিথিল সরকার নামে এক ভক্ত লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনার কাছ থেকে আমরা আরো সুন্দর কাজ আশা করছি।’ আরেকজনের ভাষ্য, ‘তাহলে তো নতুন আরেক পরীকে দেখতে পাবো।’
এদিকে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া সেই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমি তোমাকে সঙ্গ দেব, গ্যাং বানিয়ে সবাই কানের পোকা বের করে ফেলবে।’
প্রসঙ্গত, পরীমণি কর্মজীবনের শুরুতে মডেল ছাড়াও বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন।