Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৪ কিশোরী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ১০২৬ জন সংবাদটি পড়েছেন

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন পাচার হওয়া ২৪ বাংলাদেশি কিশোরী। বুধবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

এর আগে, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের বিভিন্ন সময়ে ভারতে পাচার করা হয় বলে জানা গেছে।

দেশে ফিরে বাগেরহাটের আফসানা আক্তার জানান, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে তারা দুই বছর আগে অবধৈভাবে সাতক্ষীরা সীমান্ত পথে ভারতে যান। এরপর সেখানে কয়েক মাস কাজ করার পর ভারতীয় পুলিশের হাতে আটক হন। ভারতীয় পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায়। সেখানে দেড় বছর কারাভোগের পর ভারতের মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশন তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। ওই শেল্টার হোম থেকে বুধবার সন্ধ্যার দিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ২৪ বাংলাদেশি কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামের দু’টি মানবাধিকার সংস্থা প্রথমে তাদের শেল্টার হোমে রাখবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৪ কিশোরী

প্রকাশের সময় : ০৮:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন পাচার হওয়া ২৪ বাংলাদেশি কিশোরী। বুধবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

এর আগে, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের বিভিন্ন সময়ে ভারতে পাচার করা হয় বলে জানা গেছে।

দেশে ফিরে বাগেরহাটের আফসানা আক্তার জানান, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে তারা দুই বছর আগে অবধৈভাবে সাতক্ষীরা সীমান্ত পথে ভারতে যান। এরপর সেখানে কয়েক মাস কাজ করার পর ভারতীয় পুলিশের হাতে আটক হন। ভারতীয় পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায়। সেখানে দেড় বছর কারাভোগের পর ভারতের মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশন তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। ওই শেল্টার হোম থেকে বুধবার সন্ধ্যার দিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ২৪ বাংলাদেশি কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামের দু’টি মানবাধিকার সংস্থা প্রথমে তাদের শেল্টার হোমে রাখবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।