দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র ব্যবহার করে ভাল ফলন পেয়েছেন চাষীরা
- প্রকাশের সময় : ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ১০২৭ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে প্রথমবারের ধান চাষের দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র ব্যবহার করে ভাল ফলন পেয়েছেন চাষীরা। যন্ত্রটি দেশের কৃষিখাতে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন বলে দাবি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের। শনিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারায় আয়োজিত মাঠ দিবসে এই প্রযুক্তির কার্যকরিতা নিয়ে আলোচনা করে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র মাটির গভীরে সঠিক পরিমাণে সার প্রয়োগ নিশ্চিত করে। যা প্রচলিত পদ্ধতির তুলনায় সারের প্রায় ৪০ শতাংশ সাশ্রয় করতে সক্ষম। ফলে সারের কার্যকারিতা ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি এবং পরিবেশে নাইট্রাস অক্সাইড নির্গমন কমে।
কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে আর উদ্ভাবিত যন্ত্রের পরীক্ষামূলক ফলাফল নির্ণয় করতে কৃষকদের নিয়ে মাঠ দিবস হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন, সিনিয়র সাইন্টিফিক অফিসার মো: মোজাম্মেল হক প্রমুখ।