জেলা প্রশাসক আশ্বস্ত করলেন: আপাতত কোনো ট্রেন প্রত্যাহার হচ্ছে না
- প্রকাশের সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ১০২৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আশ^স্ত করেছেন, রাজবাড়ী থেকে আপাতত কোনো ট্রেন প্রত্যাহার হচ্ছে না। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। একই সাথে সহজ যোগাযোগের জন্য হ্যালো ডিসি নামে একটি অ্যপ চালু করা হবে বলেও জানান।
নবাগত জেলা প্রশাসক বলেন, আমি গত শনিবার রাজবাড়ীতে এসেছি। এখানে আসার পর থেকেই আমি জানতে পেরেছি রাজবাড়ী থেকে ঢাকাগামী ২ টি ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন হচ্ছে। আমি বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী মহোদয়ের সাথে কথা বলেছি। আমি তাকে এই এলাকার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মানুষের চাহিদা নিয়ে কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, আপাতত কোনো ট্রেন অপসারণ করা হচ্ছে না। আর যদি অপসারণ করা হয় তাহলে এই অঞ্চলের মানুষের সুবিধা রেখেই তা করা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, রাজবাড়ী জেলায় তথ্যের আদান-প্রদানের জন্য ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হবে।
হ্যালো ডিসি অ্যাপে সকল ধরনের ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশন থেকে আমরা তথ্য যাচাই করতে পারব। আপনারাও সেখান থেকে তথ্য নিয়ে যাচাই করতে পারবেন। এই অ্যাপে সবার ফোন নম্বর থাকবে। এ ধরনের অ্যাপ আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। আমি আশা করি আমরা চেষ্টা করব, আমার অথোরিটির সঙ্গে এ ব্যাপারে কথা বলব যাতে দ্রæতই আমরা এটা চালু করতে পারি। তিনি বলেন, আপনারা রিপোর্ট করবেন তথ্যের ভিত্তিতে। যে তথ্য পাবেন, যে তথ্যের সত্যটা পাবেন সেটির ভিত্তিতেই রিপোর্ট করবেন। কার বিরুদ্ধে রিপোর্ট, কার পক্ষে গেল সেটি নিয়ে ভাবার দরকার নেই। আপনারা আপনাদের যে রিপোর্টে আসবে সেটা লিখবেন। আমি মনে করি যেটা সত্য সেটা আপনারা তুলে ধরবেন।
এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জ্যোতিশ^র পালসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।