Dhaka ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীর শিক্ষক আব্দুল মান্নান আর নেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ১০২৯ জন সংবাদটি পড়েছেন

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রতিথযশা শিক্ষক খোন্দকার আব্দুল মান্নান( ৮৭) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি গত শনিবার ইনেন্তকাল করেন(ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গুনি শিক্ষক খোন্দকার আব্দুল মান্নান ১৯৩৭ সালের ৩০ মে কালুখালীর বুনিয়াদি খোনকার (খোন্দকার) পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খোন্দকার আফতাব উদ্দিন।

যে সব গুনিজনের আলোকপাতে আজকের কালুখালী সমৃদ্ধি  হয়েছে তাদের মধ্যে খোন্দকার আব্দুল মান্নান অন্যতম। তিনি রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রথম ধর্মীয় শিক্ষক। কালুখালী প্রথম ফিকাহবিদ ও ধর্মীয় আলোচক। পাকিস্থান আমল  থেকে কালুখালী মানুষ সকল প্রকার ধর্মীয় সমস্যা সমাধানের জন্য তার কাছে আসতেন। রবিবার নিজের কর্মস্থল রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে খোন্দকার আব্দুল মান্নান এর জানাজা অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর শিক্ষক আব্দুল মান্নান আর নেই

প্রকাশের সময় : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রতিথযশা শিক্ষক খোন্দকার আব্দুল মান্নান( ৮৭) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি গত শনিবার ইনেন্তকাল করেন(ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গুনি শিক্ষক খোন্দকার আব্দুল মান্নান ১৯৩৭ সালের ৩০ মে কালুখালীর বুনিয়াদি খোনকার (খোন্দকার) পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খোন্দকার আফতাব উদ্দিন।

যে সব গুনিজনের আলোকপাতে আজকের কালুখালী সমৃদ্ধি  হয়েছে তাদের মধ্যে খোন্দকার আব্দুল মান্নান অন্যতম। তিনি রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রথম ধর্মীয় শিক্ষক। কালুখালী প্রথম ফিকাহবিদ ও ধর্মীয় আলোচক। পাকিস্থান আমল  থেকে কালুখালী মানুষ সকল প্রকার ধর্মীয় সমস্যা সমাধানের জন্য তার কাছে আসতেন। রবিবার নিজের কর্মস্থল রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে খোন্দকার আব্দুল মান্নান এর জানাজা অনুষ্ঠিত হয়।