Dhaka ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র

আক্তারুজ্জামান মৃধা , গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / ১০৪৩ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া পদ্মা নদীতে গোসল করতে নেমে জুবায়ের (১২) নামে মাদ্রাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। বুধবার বিকাল চারটায় লঞ্চ ঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নিখোঁজ শিক্ষার্থী জুবায়ের শেখ (৩২) রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের কুঠির হাঠ এলাকার মোঃ লাবলু শেখ এর ছেলে। সে স্থানীয় দৌলতদিয়া মাদ্রাসাতু সাবিউল হাসান আন্জুমানি কাদরিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

দৌলতদিয়া নৌপুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকালে কয়েকজন বন্ধুর সাথে খেলা করতে যায় নদীর পাড়ে। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে। তাদের সাথে জোবায়ের  নদীতে নামে। সবাই গোসল করে  উপর ওঠে গেলেও  জুবায়ের নদী থেকে উঠতে গিয়ে স্লিপ করে পড়ে যায়।সে সময় তার সহপাঠীরা তার হাত টেনে ধরে। কিন্তু নদীতে স্রোত থাকায় তাকে উপরে উঠানো সম্ভব হয়নি। এক পর্যায়ে তার সহপাঠীরা তার হাত ছেড়ে দেয় সে নদীতে ডুবে যায়।

গোয়ালন্দ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন তুহিন বলেন, গতকাল ফায়ার সার্ভিসের ও বিআইডব্লিউটিএ এর একটি দল রাত আটটা পর্যন্ত খোজাখুজি করে না পেয়ে আবার আজ সকাল থেকে নয়টা থেকে খোঁজ শুরু করে এখনো বাচ্চাটি পাওয়া যায় নাই।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডারের বাশেদ খান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার কাজ করছি।আমাদের সাথে পাটুরিয়া ঘাটের ডুবুরিদল উদ্ধার কাজ করছে। গতকাল রাতের পর আবার আজ থেকে খোঁজ করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র

প্রকাশের সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া পদ্মা নদীতে গোসল করতে নেমে জুবায়ের (১২) নামে মাদ্রাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। বুধবার বিকাল চারটায় লঞ্চ ঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নিখোঁজ শিক্ষার্থী জুবায়ের শেখ (৩২) রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের কুঠির হাঠ এলাকার মোঃ লাবলু শেখ এর ছেলে। সে স্থানীয় দৌলতদিয়া মাদ্রাসাতু সাবিউল হাসান আন্জুমানি কাদরিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

দৌলতদিয়া নৌপুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকালে কয়েকজন বন্ধুর সাথে খেলা করতে যায় নদীর পাড়ে। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে। তাদের সাথে জোবায়ের  নদীতে নামে। সবাই গোসল করে  উপর ওঠে গেলেও  জুবায়ের নদী থেকে উঠতে গিয়ে স্লিপ করে পড়ে যায়।সে সময় তার সহপাঠীরা তার হাত টেনে ধরে। কিন্তু নদীতে স্রোত থাকায় তাকে উপরে উঠানো সম্ভব হয়নি। এক পর্যায়ে তার সহপাঠীরা তার হাত ছেড়ে দেয় সে নদীতে ডুবে যায়।

গোয়ালন্দ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন তুহিন বলেন, গতকাল ফায়ার সার্ভিসের ও বিআইডব্লিউটিএ এর একটি দল রাত আটটা পর্যন্ত খোজাখুজি করে না পেয়ে আবার আজ সকাল থেকে নয়টা থেকে খোঁজ শুরু করে এখনো বাচ্চাটি পাওয়া যায় নাই।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডারের বাশেদ খান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার কাজ করছি।আমাদের সাথে পাটুরিয়া ঘাটের ডুবুরিদল উদ্ধার কাজ করছে। গতকাল রাতের পর আবার আজ থেকে খোঁজ করা হচ্ছে।