রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া চিনি ভর্তি ট্রাক যশোরে উদ্ধার \ গ্রেপ্তার ৫
ট্রাক চালকের বেশে ছিনতাইকারী!
- প্রকাশের সময় : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১০৩২ জন সংবাদটি পড়েছেন
সিলেট থেকে চারশ বস্তা চিনি নিয়ে রংপুরে যাচ্ছিল একটি ট্রাক। রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা অতিক্রম করার সময় ট্রাকটির প্রতিবন্ধকতা তৈরি করে ট্রাকে থাকা জননী ফুড প্রোডাক্টের শ্রমিক সারোয়ারকে মারধর করে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ট্রাকভর্তি চিনি নিয়ে পগারপার ছিনতাইকারীরা। সোমবার রাতে রাজবাড়ী সদর থানার পুলিশ যশোরের কেশবপুর থেকে উদ্ধার করেছে ছিনতাই হওয়া চিনি ভর্তি ট্রাকটি। সাথে ট্রাকের চালক আবুল বাশারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সে কেশবপুর উপজেলার সরদারপাড়া গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে। গ্রেপ্তার অপর চারজন হলো যশোর কোতোয়ালী থানার কচুয়া গ্রামের কুদ্দুস খানের ছেলে শামীম রেজা, একই গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে নাজিম খান, একই থানার মনসেপুর গ্রামের ইউনুস মোল্লার ছেলে আলমগীর হোসেন ও মধ্যকুল সরদারপাড়ার মৃত ওয়াজেদ আলীর ছেলে বাবু মিয়া।
মঙ্গলবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শামিমা পারভীন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ অক্টোবর তারিখে বিকেলে সিলেটের জননী ফুড প্রোডাক্টের শ্রমিক সারোয়ার চারশ বস্তা চিনি একটি ট্রাকে করে রংপুরে ডেলিভারীর উদ্দেশ্যে রওনা দেন। পরদিন রাত দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রীজ অতিক্রম করার সময় তিন চার জন ব্যক্তি একটি প্রাইভেটকার দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দুর্বৃত্তরা ট্রাকে থাকা শ্রমিক সারোয়ারকে নামিয়ে মারধর করে তার হাত-পা বেঁধে প্রাইভেটকারে তুলে ফরিদপুরের কানাইপুর এলাকায় ফেলে রেখে যায়। আর চালক বাশার চিনিভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ২৭ অক্টোবর তারিখে কোম্পানীর ম্যানেজার তানজিল ইসলাম বেপারী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পুলিশ ছিনতাইকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে তারা নিশ্চিত হয় যশোরের কেশবপুরে তারা অবস্থান করছে। সোমবার রাতভর সেখানে অভিযান চালিয়ে ২৩৩ বস্তা লুণ্ঠিত চিনি, চিনি বিক্রির দুই লাখ টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত ট্রাকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে ওই ট্রাকের চালকও ছিল। আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব প্রমুখ।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, পুরো ছিনতাইয়ের পরিকল্পনা ছিল ট্রাক চালক আবুল বাশারের। মূলত সেই এই ছিনতাইয়ের নাটকটি সাজিয়েছিল।