সর্বহারা পরিচয়ে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি
- প্রকাশের সময় : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১০৩৩ জন সংবাদটি পড়েছেন
পূর্ব বাংলার সর্বহারা পার্টির পরিচয়ে মোবাইল ফোনে কল করে রাজবাড়ী সরকার্ িবালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ^াসের কাছে চাঁদা দাবি করা হয়েছে। তাকে ফোনে গালিগালাজ ও হুমকিও দেওয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক রোববার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ^াস জানান, গত শনিবার দুপুরে অপরিচিত একটি নাম্বার থেকে তাকে কল করে নিজেদের পূর্ব বাংলার সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে বলে গত ১৬ বছর তারা নানান সমস্যায় ছিল। এখন পার্টির লোকদের পুনর্বাসনের জন্য টাকা দরকার, আজিজ ভাই কথা বলবে। তিনি কোনো জবাব না দিয়ে ফোন রেখে দেন। ওইদিন সন্ধ্যায় অন্য একটি নাম্বার থেকে ফোন করে বলে, কী ভাবলেন। তিনি কলারকে জানান, পরে এ বিষয়ে কথা বলবে। সন্ধ্যায় অপরিচিতি নাম্বার থেকে তাকে আবারও ফোন করা হলে আর ফোন রিসিভ করেননি। রোববার দুপুরে ফোন করে তাকে গালিগালাজ করে ও দেখে নেওয়ার হুমকি দেয়।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে একটি জিডি হয়েছে। যেসব নাম্বার থেকে কল করা হয়েছিল তার কললিস্ট পরীক্ষা করা হচ্ছে। লোকেশন রাজবাড়ীর বাইরের একটি জেলার দেখাচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।