Dhaka ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যান আলী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / ১০৪৯ জন সংবাদটি পড়েছেন

 

 রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ি গ্রামে বৃদ্ধ মঙ্গল চন্দ্র হত্যা মামলার আসামি সাওরাইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আলীকে গ্রেপ্তার করেছে কালুখালী থানার পুলিশ। সোমবার দুপুরে কালুখালী উপজেলা পরিষদ কমপ্লেক্সের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালুখালী থানা সূত্র জানায়, চলতি বছরের ১৮ ফেব্রæয়ারি গভীর রাতে একদল দুর্বৃত্ত মঙ্গল চন্দ্রের বাড়িতে ঢুকে তাকে বেধরক পিটিয়ে হাত পা ভেঙে দেয় ও সারা শরীর জখম করে। দুর্বৃত্তরা বাড়িতে থাকা নারী শিশুদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয় নগদ টাকা ও স্বর্ণালংকার। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গল চন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩ মার্চ তারিখে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গল চন্দ্রের ছোট ছেলে কুমারেশ চন্দ্র বাদী হয়ে চেয়ারম্যান আলীসহ ১৫ জনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা করেন।

কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, মঙ্গল চন্দ্র হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইউপি চেয়ারম্যান আলী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

 

 রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ি গ্রামে বৃদ্ধ মঙ্গল চন্দ্র হত্যা মামলার আসামি সাওরাইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আলীকে গ্রেপ্তার করেছে কালুখালী থানার পুলিশ। সোমবার দুপুরে কালুখালী উপজেলা পরিষদ কমপ্লেক্সের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালুখালী থানা সূত্র জানায়, চলতি বছরের ১৮ ফেব্রæয়ারি গভীর রাতে একদল দুর্বৃত্ত মঙ্গল চন্দ্রের বাড়িতে ঢুকে তাকে বেধরক পিটিয়ে হাত পা ভেঙে দেয় ও সারা শরীর জখম করে। দুর্বৃত্তরা বাড়িতে থাকা নারী শিশুদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয় নগদ টাকা ও স্বর্ণালংকার। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গল চন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩ মার্চ তারিখে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গল চন্দ্রের ছোট ছেলে কুমারেশ চন্দ্র বাদী হয়ে চেয়ারম্যান আলীসহ ১৫ জনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা করেন।

কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, মঙ্গল চন্দ্র হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে চালান করা হয়েছে।