নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা
- প্রকাশের সময় : ০৫:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ১০৪১ জন সংবাদটি পড়েছেন
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, জেলা নিরাপদ সড়কের সভাপতি কাজী রতন, সহকারী অধ্যাপক সাখাওয়াতুল ইসলাম, আহলাদীপুর হাইওয়ে থানার মোঃ রাসেল মিয়া, সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাস, জেলা তথ্য অফিসার রেখা, প্রভাষক মো: মাসুদুজ্জামান, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, এনজিও প্রতিনিধি মোঃ লুৎফর রহমান লাবু প্রমুখ।
সভায় সড়কের নিরাপত্তা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ বৃদ্ধি, বিলবোর্ড স্থাপন, অসদ উপায়ে লাইসেন্স প্রদান বন্ধ, দূর যাত্রার ক্ষেত্রে চালকের বিশ্রাম নিশ্চিত করতে হবে, ছোট বড় সকল পরিবহন চালক ও স্কুল শিক্ষার্থীদের অবহিত করণ সভা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়।