ঢাকা জেলা জজ আদালতে অতিরিক্ত জিপি হলেন গোয়ালন্দের সফিকুল
- প্রকাশের সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ১০৫৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর গোয়ালন্দের বাসিন্দা অ্যড. সফিকুল ইসলাম ঢাকার যুগ্ম জেলা জজ ২য় আদালতের অতিরিক্ত সহকারী পাবলিক প্রসিকিউটর (জিপি) পদে নিয়োগ পেয়েছেন। গত ১৪ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। তিনি গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের আড়ৎপট্রি এলাকার বাসিন্দা মাওলানা মো.শহিদুল ইসলামের ছেলে।
সফিকুল ইসলাম ৮ ডিসেম্বর ২০০৯ সালে বার কাউন্সিলের লাইসেন্স পান ২০ ডিসেম্বর ২০০৯ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। পরবর্তীতে ১৫ এপ্রিল ২০১৫ সালে সুপ্রিম কোটের হাইকোর্ট ডিভিশনে প্রাক্টিসের অনুমতি প্রাপ্ত হন। এছাড়া তিনি ২০১৫ সালে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন। জগন্নাথ বিশ্ববিদ্যলয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।