Dhaka ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৯:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • / ১০৪৫ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার হয়েছে। গত শনিবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় মো. ফারুক হোসেন (২৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফারুক হোসেন দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোহরাব মন্ডলের পাড়া গ্রামের ডা. মো. শহীদের ছেলে।

নিহত ফারুকের বাবা ডা. মোঃ শহিদ বলেন, ছয়-সাত মাস আগে তার ছেলে ফারুক এক যুবকের সাথে দৌলতদিয়া ইউনিয়নের আক্কাস আলী হাইস্কুলের পাশে মাটির ব্যবসা করতো। সেই সময় ফারুক ওই যুবকের কাছে সত্তর হাজার টাকা পেতো। সেই টাকা নিয়ে স্থানীয়ভাবে দুইবার শালিস হলেও টাকা উত্তোলন হয়নি। সেই রাগ তাদের মধ্যে ছিল। এছাড়া সম্প্রতি দৌলতদিয়া ঘাটের কিছু অবৈধ কর্মকান্ডে ফারুক বাধা দিচ্ছিল। যে কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তার।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবাইল ফোনে বাকবিতন্ডার জের ধরে উত্তেজিত হয়ে ফারুক হোসেন ও অপর যুবক আলামিন যৌনপল্লী এলাকায় আসে। এসময় অপর পক্ষ তাদের উপর হামলা চালিয়ে ফারুক হোসেন ও আলামিনকে কুপিয়ে গুরুতর জখম করে সাঁকোর নিচে ফেলে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থায় গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে।  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আভ্যন্তরীন কোন্দলে এ ঘটনা ঘটেছে।

গ্রেফতার ২

সোমবার জেলা পুলিশ জানিয়েছে, দুপুরে রাজবাড়ী জেলা ডিবির একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাংলাবাজার এলাকা হতে মামলার এজাহারনামীয় আসামি ফজল ( ৪০ ) পিতা – সোনাউল্লাহ শেখ, সাং- উত্তর দৌলতদিয়া, থানা- গোয়ালন্দ, এবং বিকালে তদন্তে প্রাপ্ত আসামি ইউসুফ (৩০), পিতা- মোহন মন্ডল, সাং- উত্তর দৌলতদিয়া, থানা- গোয়ালন্দ, জেলা – রাজবাড়ীকে দৌলতদিয়া ঘাট এলাকা হতে  গ্রেফতার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দের যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৯:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার হয়েছে। গত শনিবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় মো. ফারুক হোসেন (২৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফারুক হোসেন দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোহরাব মন্ডলের পাড়া গ্রামের ডা. মো. শহীদের ছেলে।

নিহত ফারুকের বাবা ডা. মোঃ শহিদ বলেন, ছয়-সাত মাস আগে তার ছেলে ফারুক এক যুবকের সাথে দৌলতদিয়া ইউনিয়নের আক্কাস আলী হাইস্কুলের পাশে মাটির ব্যবসা করতো। সেই সময় ফারুক ওই যুবকের কাছে সত্তর হাজার টাকা পেতো। সেই টাকা নিয়ে স্থানীয়ভাবে দুইবার শালিস হলেও টাকা উত্তোলন হয়নি। সেই রাগ তাদের মধ্যে ছিল। এছাড়া সম্প্রতি দৌলতদিয়া ঘাটের কিছু অবৈধ কর্মকান্ডে ফারুক বাধা দিচ্ছিল। যে কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তার।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবাইল ফোনে বাকবিতন্ডার জের ধরে উত্তেজিত হয়ে ফারুক হোসেন ও অপর যুবক আলামিন যৌনপল্লী এলাকায় আসে। এসময় অপর পক্ষ তাদের উপর হামলা চালিয়ে ফারুক হোসেন ও আলামিনকে কুপিয়ে গুরুতর জখম করে সাঁকোর নিচে ফেলে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থায় গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে।  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আভ্যন্তরীন কোন্দলে এ ঘটনা ঘটেছে।

গ্রেফতার ২

সোমবার জেলা পুলিশ জানিয়েছে, দুপুরে রাজবাড়ী জেলা ডিবির একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাংলাবাজার এলাকা হতে মামলার এজাহারনামীয় আসামি ফজল ( ৪০ ) পিতা – সোনাউল্লাহ শেখ, সাং- উত্তর দৌলতদিয়া, থানা- গোয়ালন্দ, এবং বিকালে তদন্তে প্রাপ্ত আসামি ইউসুফ (৩০), পিতা- মোহন মন্ডল, সাং- উত্তর দৌলতদিয়া, থানা- গোয়ালন্দ, জেলা – রাজবাড়ীকে দৌলতদিয়া ঘাট এলাকা হতে  গ্রেফতার করা হয়।