দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
- প্রকাশের সময় : ০৬:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৬ জন সংবাদটি পড়েছেন
বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে পদ্মা নদীর পানি উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে ওই দিন বেলা ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডবিøউটিএ। এখন পর্যন্ত লঞ্চ সার্ভিস বন্ধ রয়েছে।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি অনুকুলে না আসা পর্যন্ত সেখানে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চসার্ভিস বন্ধ থকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাবিøউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নৌরুটে লঞ্চসার্ভিস বন্ধ থাকবে।’
এদিকে বিআইডাবিøউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চসার্ভিস বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমান এই নৌরুটে ছোট-বড় মোট ৮টি ফেরি সার্বক্ষণিক ভাবে চলাচল করছে।