Dhaka ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত এসপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৫২ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার শামিমা পারভীন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমার প্রথম ও প্রধান দায়িত্ব। এ জেলার মানুষের নিরাপত্তা বিধানে করণীয় সবকিছুই করা হবে। পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতেও নেওয়া হবে যথাযথ পদক্ষেপ। পুলিশ সুপার বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যূত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থা ছিল। সেই তুলনায় রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। আমি এখানে যোগদান করেই সেটা জানতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে রাজবাড়ী জেলার জনগণ এবং সাংবাদিকদের জন্য। যারা প্রশাসনকে সহযোগিতা করেছেন। অভ্যূত্থান পরবর্তী আমাদের পুলিশের সব কার্যক্রম বন্ধ ছিল। চেইন অব কমান্ড অনেকটাই ভেঙে গিয়েছিল। নতুন সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। ছাত্র জনতার রক্তেভেজা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। ছাত্র-জনতার বিরলতম অর্জনের এই দেশকে বৈষম্যহীন, কল্যাণময় ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাবো। আপনারা আমাদের পাশে থাকবেন।

মতবিনিময় সভায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার  (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামানসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত এসপির মতবিনিময়

প্রকাশের সময় : ০৬:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার শামিমা পারভীন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমার প্রথম ও প্রধান দায়িত্ব। এ জেলার মানুষের নিরাপত্তা বিধানে করণীয় সবকিছুই করা হবে। পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতেও নেওয়া হবে যথাযথ পদক্ষেপ। পুলিশ সুপার বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যূত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থা ছিল। সেই তুলনায় রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। আমি এখানে যোগদান করেই সেটা জানতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে রাজবাড়ী জেলার জনগণ এবং সাংবাদিকদের জন্য। যারা প্রশাসনকে সহযোগিতা করেছেন। অভ্যূত্থান পরবর্তী আমাদের পুলিশের সব কার্যক্রম বন্ধ ছিল। চেইন অব কমান্ড অনেকটাই ভেঙে গিয়েছিল। নতুন সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। ছাত্র জনতার রক্তেভেজা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। ছাত্র-জনতার বিরলতম অর্জনের এই দেশকে বৈষম্যহীন, কল্যাণময় ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাবো। আপনারা আমাদের পাশে থাকবেন।

মতবিনিময় সভায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার  (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামানসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।