রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৮:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ১০৬৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার নানা আয়োজনে পালিত হয়েছে। সকালে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে রেলগেট বটতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি শহীদুল ইসলাম লিটু, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, সমবায় বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান রতন, দপ্তর সম্পাদক আরমান উদ্দীন জাবেদ, রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি অশোক কুমার ঘোষ, রাজবাড়ী পৌর আহবায়ক সাইফুল আলম মামুন, সদস্য সচিব এস,এম জান্নাতুল, গোয়ালন্দ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল শেখ, রাজবাড়ী সদর থানার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মেহেদি, গোয়ালন্দ উপজেলার আহবায়ক ইয়াহিয়া খান, গোয়ালন্দ উপজেলার সদস্য সচিব আবু সাইদ মন্ডল, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সজল মিয়া, পাংশা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিয়া সেলিম, পাংশা উপজেলার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবু সরদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ম সম্পাদক আব্দুল মালেক খান।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর তারা কোনো সভা সমাবেশ করতে পারেননি। মুক্তভাবে কথা বলতে পারেননি। জগদ্দল পাথরের মত চেপে বসেছিল শেখ হাসিনার সরকার। আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।