সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধের দাবীতে বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৮:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১০৫১ জন সংবাদটি পড়েছেন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, হত্যা, নির্যাতন, মন্দির ও বসতবাড়িতে হামলা ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি বন্ধের দাবি এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৮ দফা দাবীতে রোববার বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বিকেলে শহরের পান্না চত্ত্বরে সনাতন সম্প্রদায়ের সকলে সমবেত হয়। পরে বিক্ষোভ সহকারে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের আম্র কাননে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদিপ্ত কুমার চক্রবর্তী কান্ত, বাংলাদেশ হিন্দু বৈধ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চক্রবর্তী প্রমূখ। বক্তারা বলেন, এই দেশ আমাদের। আমাদের জন্মভূমি। এখানেই বড় হয়েছি, বেড়ে উঠেছি। এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব না। অথচ সরকার পরিবর্তনের সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট করছে, ধর্ষণ করছে, হত্যা করছে। প্রতিনিয়ত দখলদারি, চাঁদাবাজি চলছে। আমাদের রাজবাড়ীতেও চাঁদাবাজি, ডাকাতি হচ্ছে। দেশ চলছে প্রশাসন ছাড়া। অবিলম্বে এসব বন্ধ করতে হবে। তা না হলে আমরা শীঘ্রই আরো কঠোর কর্মসূচি দিব।