শান্তি ঐক্য সম্প্রীতির লক্ষ্যে বিএনপির সমাবেশ
- প্রকাশের সময় : ০৮:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / 56
শান্তি ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে রাজবাড়ী জেলা বিএনপির একাংশের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় রেলগেট শহীদ মুুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত¡রে সমাবেশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, রাজবাড়ী সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আমাদের ঐক্য আর সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা নানাভাবে ষড়যন্ত্র করবে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। কোনো সংখ্যালঘু যেন নির্যাতনের শিকার না হয়। এলাকায় পাহারা দিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করার আহŸান জানান তিনি।
জেলা বিএনপির সাবেক আহŸায়ক নইম আনছারীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক গাজী আহসান হাবীব, বিএনপি নেতা এ মজিদ বিশ^াস, আব্দুর রউফ হিটু, আকমল হোসেন, জেলা যুবদলের আহŸায়ক খায়রুল আনাম বকুল, কৃষকদলের আহŸায়ক আইয়ুব আলী, মহিলা দলের সভানেত্রী ইয়াসমীন আক্তার প্রমুখ।