Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার \ অস্ত্রগুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১১০৬ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম থেকে সোমবার সন্ধ্যায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো একই উপজেলার বহলাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের সিরাজ মন্ডলের ছেলে সবুজ হোসেন ও মকবুল মন্ডলের ছেলে মো. আব্দুল্লাহ।

পাংশা থানা সূত্র জানায়, পাংশার ডন মোড় থেকে নাওড়া বনগ্রাম যাওয়ার জন্য আব্দুল্লাহ একটি ভ্যান ভাড়া করে। ভ্যানটি নাওড়া বনগ্রামে গেলে আব্দুল্লাহ ভ্যানচালককে একটি ভুট্টা ক্ষেতের কাছে নিয়ে যায়। তার সাথে যোগ দেয় সবুজ। এরপর দুজনে ভ্যানচালককে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে তার (ভ্যানচালক) কাছে থাকা দামী এন্ড্রয়েড ফোনটি ছিনিয়ে নেয়। ভ্যানচালকের চিৎকারে লোকজন এগিয়ে এসে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাদের আটক এবং একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এব্যাপারে পাংশা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল্লাহর বিরুদ্ধে একটি মারামারির মামলা বিচারাধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার \ অস্ত্রগুলি উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

রাজবাড়ীর পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম থেকে সোমবার সন্ধ্যায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো একই উপজেলার বহলাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের সিরাজ মন্ডলের ছেলে সবুজ হোসেন ও মকবুল মন্ডলের ছেলে মো. আব্দুল্লাহ।

পাংশা থানা সূত্র জানায়, পাংশার ডন মোড় থেকে নাওড়া বনগ্রাম যাওয়ার জন্য আব্দুল্লাহ একটি ভ্যান ভাড়া করে। ভ্যানটি নাওড়া বনগ্রামে গেলে আব্দুল্লাহ ভ্যানচালককে একটি ভুট্টা ক্ষেতের কাছে নিয়ে যায়। তার সাথে যোগ দেয় সবুজ। এরপর দুজনে ভ্যানচালককে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে তার (ভ্যানচালক) কাছে থাকা দামী এন্ড্রয়েড ফোনটি ছিনিয়ে নেয়। ভ্যানচালকের চিৎকারে লোকজন এগিয়ে এসে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাদের আটক এবং একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এব্যাপারে পাংশা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল্লাহর বিরুদ্ধে একটি মারামারির মামলা বিচারাধীন।