Dhaka ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
রাজবাড়ী-২

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ১১১২ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। জমাদানের শেষ দিন বৃহস্পতির তিনি মনোনয়নপত্র দাখিল করবেন বলে বিশ^স্ত সূত্রে জানা গেছে। তিনি শেষ পর্যন্ত নির্বাচনে দাঁড়িয়ে থাকলে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ। দলের একটি অংশের নীরব সমর্থন পাচ্ছেন তিনি। রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের বাসিন্দা নুরে আলম সিদ্দিকী হক এলাকায় বেশ জনপ্রিয় নেতা হিসেবেও পরিচিত।

পাংশা-বালিয়াকান্দি-কালুখালী নিয়ে রাজবাড়ী-২ আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে। ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করেন বর্তমান সাংসদ জিল্লুল হাকিম। ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থীর কাছে হেরেছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান, এলাকায় আওয়ামী লীগের বড় একটি অংশ অবহেলা, বঞ্চনা ও নিপীড়নের শিকার। নিশ্চিতড়ভাবে এই অংশটির সমর্থন পাবেন নুরে আলম সিদ্দিকী হক। তবে, শেষ পর্যন্ত তাকে ভোটের মাঠে থাকতে হবে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করা হলে শক্ত লড়াই হবে এখানে।

কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, দীর্ঘদিন তিনি রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজবাড়ী জেলার প্রত্যন্ত অঞ্চলের সব শ্রেণির মানুষের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। যখনই সুযোগ পেয়েছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড প্রচার করেছেন সারা বছর। রাজবাড়ী-২ আসন এলাকার নিপীড়িত, অবহেলিত, বঞ্চনার শিকার আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থী তিনি। সব সময় তাদের পাশে থাকতে চান। বিজয়ী হলে তার নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-২

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী

প্রকাশের সময় : ০৯:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। জমাদানের শেষ দিন বৃহস্পতির তিনি মনোনয়নপত্র দাখিল করবেন বলে বিশ^স্ত সূত্রে জানা গেছে। তিনি শেষ পর্যন্ত নির্বাচনে দাঁড়িয়ে থাকলে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ। দলের একটি অংশের নীরব সমর্থন পাচ্ছেন তিনি। রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের বাসিন্দা নুরে আলম সিদ্দিকী হক এলাকায় বেশ জনপ্রিয় নেতা হিসেবেও পরিচিত।

পাংশা-বালিয়াকান্দি-কালুখালী নিয়ে রাজবাড়ী-২ আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে। ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করেন বর্তমান সাংসদ জিল্লুল হাকিম। ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থীর কাছে হেরেছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান, এলাকায় আওয়ামী লীগের বড় একটি অংশ অবহেলা, বঞ্চনা ও নিপীড়নের শিকার। নিশ্চিতড়ভাবে এই অংশটির সমর্থন পাবেন নুরে আলম সিদ্দিকী হক। তবে, শেষ পর্যন্ত তাকে ভোটের মাঠে থাকতে হবে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করা হলে শক্ত লড়াই হবে এখানে।

কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, দীর্ঘদিন তিনি রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজবাড়ী জেলার প্রত্যন্ত অঞ্চলের সব শ্রেণির মানুষের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। যখনই সুযোগ পেয়েছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড প্রচার করেছেন সারা বছর। রাজবাড়ী-২ আসন এলাকার নিপীড়িত, অবহেলিত, বঞ্চনার শিকার আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থী তিনি। সব সময় তাদের পাশে থাকতে চান। বিজয়ী হলে তার নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।