রাজবাড়ীতে শেষ হলো দুই দিনব্যাপী গণিত ও বিজ্ঞান উৎসব
- প্রকাশের সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ১১৪৩ জন সংবাদটি পড়েছেন
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে রাজবাড়ীতে দুই দিনব্যাপী গণিত ও বিজ্ঞান উৎসব শনিবার বিকেলে শেষ হয়েছে। ‘শূন্য থেকে অসীমের পথে’ ¯েøাগান নিয়ে রাজবাড়ী আর্যভট্ট গণিত পাঠশালার উদ্যোগে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকিব, ঢাকা বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো মোমিনুল ইসলাম, গণিত বিভাগের সহকরী অধ্যাপক ড. শরীফুল ইসলাম, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, আর্যভট্ট গণিত পাঠশালার মডারেটর রেজাউল করিম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিনার মাহমুদ মৃদুল।
অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। একই সাথে জেলার পাঁচজন গুণী শিক্ষককে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।