শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
- প্রকাশের সময় : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১১২৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ মহাজনকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।( ১৫ অক্টোবর) রবিবার রাত ৮টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম তৈয়ব লস্করের বাড়ীর সামনে তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল আজিজ মহাজন ওই ইউনিয়নের কোনাগ্রামের আজের আলী মহাজন
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গড়াই নদীর জেগে ওঠা চর নিয়ে দুটি গ্রুপের মধ্যে মামলা ও হামলার ঘটনা ঘটে আসছিল। এর জেরে গতকাল রাতে মোটরসাইকেল যোগে বাড়ীর ফেরার পথে তৈয়ব লস্করের বাড়ীর সামনের সড়কে বাঁশ বেঁধে গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে প্রতি পক্ষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে আব্দুল আজিজ মহাজনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় বালিয়াকান্দি থানায় নিহতের ভাই আব্দুর রহমান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনা স্থল করেন সহকারী পুলিশ সুপার পাংশা( সার্কেল) সুমন কুমার সাহা।
এলাকার একাধিক লোকজন জানান, কোনা গ্রাম এর দক্ষিণ পাশে গড়াই নদী সংলগ্ন অনুমান নয় একরের উপরে খাস জমি আছে। উক্ত খাস জমিকে কেন্দ্র করে কোনা গ্রামে দুইটি পক্ষ বিদ্যমান। অপরদিকে দ্বিতীয় পক্ষ ১। রেজাউল মহাজন ২। খোরশেদ মহাজন ৩। শাহাদত হোসেন সহ ২০/২৫ জন। উভয় পক্ষের মধ্যে উক্ত খাস জমি নিয়ে অনুমান ৮-১০ বছর যাবত বিরোধ চলিয়া আসিতেছে । প্রতি বছর উক্ত খাস জমিনেকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে, এবং উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলমান। খাস জমি নিয়ে বিরোধের কারণে পূর্ব শত্রুতার জের হিসাবে এ ঘটনা ঘটে বলে জানাযায়। এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।