রাজবাড়ীতে ৩ দিন ব্যাপী সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষণ শুরু
- প্রকাশের সময় : ০৭:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১১২৭ জন সংবাদটি পড়েছেন
আমরা সবাই মঞ্চকুঁড়ি নট নন্দনে ফুটবো’ ¯েøাগানকে সামনে রেখে শিশু কিশোর ও যুবদের নিয়ে প্রযোজনা নির্মাণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষণ শুক্রবার শুরু হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই শিফটে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে সঙ্গীত প্রশিক্ষণ দিচ্ছেন সঙ্গীতশিল্পী ও প্রশিক্ষক ইয়াসমীন আলী। প্রথম শিফটে ১০ থেকে ১৭ বছর বয়সী ৫০ জন শিশু কিশোর এবং দ্বিতীয় শিফটে ৩০ জন তরুণ-তরুণী অংশ নিচ্ছে।
অন্যদিকে রাজবাড়ী অ্যক্রোবেটিক সেন্টারে নৃত্য প্রশিক্ষণ দিচ্ছেন নৃত্য প্রশিক্ষক এসকে জাহিদ। দুই শিফটে ৩০ জন করে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছে।
রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ জানান, সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিন দিনের প্রশিক্ষণ শেষে শিশু কিশোর যুবকদের নিয়ে সুবিধা মত সময়ে সঙ্গীত ও নৃত্য প্রযোজনা ভিত্তিক অনুষ্ঠান নির্মাণ করা হবে।