Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন চলছেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৬১ জন সংবাদটি পড়েছেন

 

 চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছে ম্যাটস শিক্ষার্থীরা। আন্দোলনের ১২তম দিনে মঙ্গলবার তারা মানববন্ধন ও সমাবেশ করেছে। তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে ইন্টার্নশীপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রæত নিয়োগ এবং বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, রাজবাড়ীর সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন সোহেল রানা, সেতু সরকার, জহিরুল ইসলাম, রকি শেখ, সারোয়ার হোসেন, এসএম রিয়াদ, মিঠুন শেখ, সবুজ মন্ডল, সৌরভ মন্ডল, নাইমুস সালেহীন শিশির প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করেছিলেন। দীর্ঘ ৫০ বছরেও সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ চান। আমরা ছাত্র। আমাদের রাজপথে থাকার কথা নয়। আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা আসন্ন পরীক্ষাও বর্জন করবো। তারা আরও বলেন, ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পর কোনো নিয়োগ নেই। আমাদের পরিবার অনেক আশা নিয়ে লেখাপড়া করতে পাঠায়। শিক্ষাজীবন শেষে যখন বেকারত্বের ঘানি টানতে হয় তখন হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নেই। একটি কুচক্রি মহল তাদের ইন্টার্নীশীপও বন্ধ করে দিয়েছে। বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছে। এর একটা সুরাহা অবশ্যই হওয়া দরকার।

জানা গেছে, রাজবাড়ী জেলার পাংশা ও সদর উপজেলার শ্রীপুরে দুটি ম্যাটস কলেজ রয়েছে। দুটি প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৩০ জন।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন চলছেই

প্রকাশের সময় : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

 

 চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছে ম্যাটস শিক্ষার্থীরা। আন্দোলনের ১২তম দিনে মঙ্গলবার তারা মানববন্ধন ও সমাবেশ করেছে। তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে ইন্টার্নশীপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রæত নিয়োগ এবং বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, রাজবাড়ীর সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন সোহেল রানা, সেতু সরকার, জহিরুল ইসলাম, রকি শেখ, সারোয়ার হোসেন, এসএম রিয়াদ, মিঠুন শেখ, সবুজ মন্ডল, সৌরভ মন্ডল, নাইমুস সালেহীন শিশির প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করেছিলেন। দীর্ঘ ৫০ বছরেও সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ চান। আমরা ছাত্র। আমাদের রাজপথে থাকার কথা নয়। আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা আসন্ন পরীক্ষাও বর্জন করবো। তারা আরও বলেন, ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পর কোনো নিয়োগ নেই। আমাদের পরিবার অনেক আশা নিয়ে লেখাপড়া করতে পাঠায়। শিক্ষাজীবন শেষে যখন বেকারত্বের ঘানি টানতে হয় তখন হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নেই। একটি কুচক্রি মহল তাদের ইন্টার্নীশীপও বন্ধ করে দিয়েছে। বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছে। এর একটা সুরাহা অবশ্যই হওয়া দরকার।

জানা গেছে, রাজবাড়ী জেলার পাংশা ও সদর উপজেলার শ্রীপুরে দুটি ম্যাটস কলেজ রয়েছে। দুটি প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৩০ জন।