বেআইনীভাবে দলিল রেজিস্ট্রি করার মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে
- প্রকাশের সময় : ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১১০৫ জন সংবাদটি পড়েছেন
পদের ব্যবহার করে বেআইনীভাবে দলিল রেজিস্ট্রি করার মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা খালেক মৃধার দায়ের করা মামলায় গোলাম মাহবুব সোমবার রাজবাড়ীর বিশেষ জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জাকিয়া পারভীন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ১৯৭২ সালে খালেক মৃধা বড় নুরপুর এলাকায় জমি ক্রয় করেন। ২০১৮ সালে একই এলাকার আব্দুল আলিম বিএস রেকর্ড গোপন রেখে এসএ রেকর্ড ব্যবহার করে চারজনের কাছে ৪২ শতাংশ জমি বিক্রি করেন এবং তা দলিলও সম্পন্ন করেন। একই সাথে আব্দুল আলিম আদালতে ১৪৪ ধারা জারীর মামলা করেন। একদিন খালেক মৃধা তার জমিতে কাজ করার সময় বাধা দেয় জমি ক্রয়কারীরা। ওই সময় তিনি তার নিজ জমি বিক্রির বিষয়টি জানতে পারেন। এঘটনায় তিনি রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেন। মামলায় মজিবর রহমান, আব্দুল বারেক, ইউসুফ, হাসনা, আব্দুল আলিম, জেলা রেজিস্টার গোলাম মাহবুবসহ ১০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি দুদক ফরিদপুর কার্যালয়কে তদন্তভার দেন।
দুদক ফরিদপুরের পিপি রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবী অ্যড. বিজন কুমার বোস জানান, পদের অপব্যবহার করে অন্যকে অনৈতিক সুবিধা দেওয়ার মামলায় দুদক তদন্ত করে প্রাথমিক সত্যতা পায়। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। এ মামলার অপর আসামিরা আদালতে আত্মসমর্পন করে। সোমবার সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুব আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।