রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
- প্রকাশের সময় : ০৯:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১১০৮ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আলম শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চাদমৃগী গ্রামের মৃত করিম শেখের ছেলে। মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৩ সালের ২৩ মে কালুখালী উপজেলার চাদমৃগী গ্রামে নিজের বাড়িতে স্ত্রী সুফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বামী আলম শেখ। ঘটনার পরদিন ২৪ মে নিহত সুফিয়ার ভাই আব্দুল হামিদ মন্ডল বাদী হয়ে কালুখালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যডভোকেট উজির আলী শেখ জানান, পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী সুফিয়াকে কুপিয়ে হত্যার দায়ে মূল আসামী আলম শেখকে আদালত মৃত্যুদন্ড দিয়েছেন। আদালতের বিচারক দীর্ঘ শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। হত্যাকান্ডে জড়িত না থাকায় মামলার অপর দুই আসামী জিয়াউর রহমান ও সিদ্দিক মোল্লা মধুকে খালাস দিয়েছেন আদালত। তারা এ রায়ে সন্তুষ্ট।