ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি
- প্রকাশের সময় : ১১:১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১১২৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর জেলা প্রশাসক, সিভিল সার্জন ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।
সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত ও সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাজবাড়ীতেও বাড়ছে এ রোগ। রাজবাড়ী জেলার যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, রাস্তার আশেপাশে নর্দমা পরিস্কার না করা, বসতবাড়ির অভ্যন্তরে নির্মাণাধীন ভবনে পানি জমে থাকায় মশার উপদ্রব প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছে। এ থেকে আশঙ্কা সাধারণ মশার সাথে এডিস মশাও বংশ বিস্তার করেছে। এমতাবস্থায় রাজবাড়ীবাসী আতঙ্কগ্রস্ত। ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাও যেতে হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সংগঠনটির পক্ষ থেকে সুপরিকল্পিত মশক নিধন কার্যক্রমসহ পাঁচটি সুপারিশ করা হয়েছে।