বাসস্থান রক্ষার দাবিতে মানববন্ধন
রাজবাড়ীতে উচ্ছেদ আতঙ্কে হরিজন পল্লীর শতাধিক পরিবার
- প্রকাশের সময় : ০৮:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১১২৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে উচ্ছেদ আতঙ্ক ্িবরাজ করছে হরিজন পল্লীর শতাধিক পরিবারের মধ্যে। শুক্রবার উচ্ছেদ না করার দাবিতে তারা মানববন্ধন ও সমাবেশ করেছে। তাদের পূর্ব পুরুষদের রেখে যাওয়া ভিটে মাটি রক্ষার আকুতি জানিয়েছে তারা।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরের বিনোদপুর রেল লাইনের পাশে অবস্থিত হরিজন পল্লীর সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি বাসুদেব মন্ডলের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যেতিশংকর ঝন্টু, দলিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অরুণ কুমার সরকার, সাংবাদিক লিটন চক্রবর্তী, কবি নেহাল আহমেদ, হরিজন সম্প্রদায়ের রবিলাল দাস, শিবু সরকার, উত্তম দাস হেলা, নরেশ হেলা প্রমুখ।
হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা মানববন্ধনে বলেন, ব্রিটিশ আমল থেকে তারা এখানে বসবাস করছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে তাদের পূর্ব পুরুষ এখান থেকে ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওই সময় স্থানীয় কর্তা ব্যক্তিরা বাসস্থানসহ নানা অধিকারের প্রতিশ্রæতি দিয়ে তাদের ফিরিয়ে আনেন। গত কয়েকদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষ জমি জরিপ শুরু করেছে। মৌখিকভাবে তাদের বলেছে, এখান থেকে সরে যেতে হবে। এখানে ১১০টি পরিবারের ৬শরও বেশি মানুষ বাস করে। তাদের উচ্ছেদ করা হলে যাওয়ার কোনো জায়গা থাকবে না। আশ্রয়হীন হয়ে যেতে হবে। আমরা আমাদের অধিকার ও আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু বলেন, হরিজনরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সুখে শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। তাদের উচ্ছেদ করা হলে বিষয়টি হবে চরম অমানবিক। তিনি সরকারের কাছে হরিজনদের উচ্ছেদ না করার দাবি জানান।
মানববন্ধনে হরিজন সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।