Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১১২৫ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীতে হত্যা মামলায় শিপন শেখ ও বক্কার শেখ নামে দুই যুবককে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত শিপন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অভনগর গ্রামের মো. আক্কাস শেখের ছেলে ও বক্কার শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সতৈর গ্রামের মৃত আকমল শেখের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ আগস্ট সকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে বালিয়াকান্দি থানার পুলিশ। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে লাশটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের আফজাল মৃধার ছেলে শাকিল মৃধার। পুলিশি তদন্তে বেরিয়ে আসে হত্যার ঘটনার সাথে শিপন ও বক্কার জড়িত। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আদালতে তারা ১৬৪ ধারা জবানবন্দীতে জড়িত থাকার কথাও স্বীকার করে।

আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে দুজনকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করেন। আরেকটি ধারায় তাদের পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হেেছ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যড. উজীর আলী বলেন, মামলার ১ নং আসামি শিপনের ধারণা ছিল শাকিল তার স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত। একারণে শাকিলকে দিয়ে একটি মোটরসাইকেল ভাড়া করিয়ে তারা জঙ্গল বেড়াতে আসে। সেখানে রাতের আঁধারে শাকিলকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। একারণে পৃথক দুটি ধারায় আদালত তাদের দন্ড দিয়েছেন। এ রায়ে তারা সন্তুষ্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

 রাজবাড়ীতে হত্যা মামলায় শিপন শেখ ও বক্কার শেখ নামে দুই যুবককে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত শিপন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অভনগর গ্রামের মো. আক্কাস শেখের ছেলে ও বক্কার শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সতৈর গ্রামের মৃত আকমল শেখের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ আগস্ট সকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে বালিয়াকান্দি থানার পুলিশ। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে লাশটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের আফজাল মৃধার ছেলে শাকিল মৃধার। পুলিশি তদন্তে বেরিয়ে আসে হত্যার ঘটনার সাথে শিপন ও বক্কার জড়িত। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আদালতে তারা ১৬৪ ধারা জবানবন্দীতে জড়িত থাকার কথাও স্বীকার করে।

আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে দুজনকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করেন। আরেকটি ধারায় তাদের পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হেেছ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যড. উজীর আলী বলেন, মামলার ১ নং আসামি শিপনের ধারণা ছিল শাকিল তার স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত। একারণে শাকিলকে দিয়ে একটি মোটরসাইকেল ভাড়া করিয়ে তারা জঙ্গল বেড়াতে আসে। সেখানে রাতের আঁধারে শাকিলকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। একারণে পৃথক দুটি ধারায় আদালত তাদের দন্ড দিয়েছেন। এ রায়ে তারা সন্তুষ্ট।