Dhaka ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ভোগান্তিতে যাত্রীরা

রাজবাড়ীতে হঠাৎ বাস ধর্মঘট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৫০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / ১১০৬ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী-ঢাকা রুটে গোল্ডেন লাইন বাস চলাচলকে কেন্দ্র করে বাস ধর্মঘট ডেকেছে রাজবাড়ী জেলা পরিবহন মালিক গ্রæপ। শনিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া বাস ধর্র্মঘটের কারণে রাজবাড়ী থেকে সকল রুটে বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

জানা গেছে, রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল, যশোর, চুয়াডাঙ্গা, খুলনাসহ আটটি রুটে দূরপাল্লা ও লোকাল বাস চলাচল করে থাকে। ধর্মঘটের কারণে এসব রুটে গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। অধিক টাকা খরচ করে মাহেন্দ্র ও অটোরিক্সা ভাড়া করে কম দূরত্বে যেতে পারছেন। যারা দূরে যাবেন তাদের ভেঙে যেতে হচ্ছে।

সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছোট ছোট যানে তাদের গন্তব্যে পৌছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রাজবাড়ী সদর উপজেলা এলাকার বাসিন্দা শেফালী বেগম জানান, ঢাকায় তার ভাইয়ের বাসায় যাচ্ছেন নিজ গাছের আম নিয়ে। মুরগির ফার্মে এসে জানতে পারেন ঢাকাতে কোন বাস যাচ্ছে না। এখন বিকল্প উপায়ে যাওয়া ছাড়া উপায় নেই।

পাবনা থেকে রাজবাড়ী এসেছেন মো. সেলিম। যাবেন ফরিদপুরে। তিনি জানান, রাজবাড়ী এসে ধর্মঘটের কথা জানতে পারেন। ব্যাটারিচালিত অটোরিক্সায় ভাড়া চাইছে একশ টাকা। বাধ্য হয়ে যেতে হবে।

 খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুরের করিম গ্রæপের বাস গোল্ডেন লাইন গত বৃহস্পতিবার থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চালানো শুরু করে। শুক্রবার সকালে রাজবাড়ীতে গোল্ডেন লাইনের একটি বাস আটকে দেওয়া হয়। গোল্ডেন লাইন কর্তৃপক্ষ বিষয়টি জেনে ঢাকার গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর সকল বাসের কাউন্টার বন্ধ করে দেয়। রাজবাড়ী বাস মালিক কর্তৃপক্ষ বিষয়টি জেনে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ করে দেয়। যেকারণে শুক্রবার রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিল।

এবিষয়ে রাজবাড়ী পরিবহন মালিক গ্রæপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, এক জেলার বাস আরেক জেলায় চালাতে হলে অনুমোদনের একটা বিষয় আছে। গোল্ডেন লাইন কর্তৃপক্ষ তাদের সাথে কোনো প্রকার আলোচনা বা যোগাযোগ না করেই রাজবাড়ী থেকে ঢাকা রুটে বাস চালানো শুরু করে। যেকারণে বাসটি তারা ফেরত পাঠান। গোল্ডেন লাইন কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের বাস চলাচলে বাধা দেয়। গোল্ডেন লাইনের বাস রাজবাড়ীর উপর দিয়ে চলাচলের প্রতিবাদে তারা শুক্রবার অনানুষ্ঠানিকভাবে ঢাকার বাস চলাচল বন্ধ রেখেছিলেন। শুক্রবার রাতে জেলা প্রশাসকের আশ^াসে তারা শনিবার সকালে বাস চলাচল শুরু করেছিলেন। কিন্তু পরে তারা জানতে পারেন গোল্ডেন লাইনের বাস চলছে। আশ^াসের বাস্তবায়ন না হওয়ায় তারা জেলাজুড়ে ধর্মঘট ডেকেছেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, বিষয়টি সুরাহার জন্য উভয় পক্ষ আলোচনার জন্য ঢাকায় রওনা হয়েছে। আশা করি এ সমস্যার সমাধান হয়ে যাবে।

 

 

 

 

 

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোগান্তিতে যাত্রীরা

রাজবাড়ীতে হঠাৎ বাস ধর্মঘট

প্রকাশের সময় : ১১:৫০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

রাজবাড়ী-ঢাকা রুটে গোল্ডেন লাইন বাস চলাচলকে কেন্দ্র করে বাস ধর্মঘট ডেকেছে রাজবাড়ী জেলা পরিবহন মালিক গ্রæপ। শনিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া বাস ধর্র্মঘটের কারণে রাজবাড়ী থেকে সকল রুটে বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

জানা গেছে, রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল, যশোর, চুয়াডাঙ্গা, খুলনাসহ আটটি রুটে দূরপাল্লা ও লোকাল বাস চলাচল করে থাকে। ধর্মঘটের কারণে এসব রুটে গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। অধিক টাকা খরচ করে মাহেন্দ্র ও অটোরিক্সা ভাড়া করে কম দূরত্বে যেতে পারছেন। যারা দূরে যাবেন তাদের ভেঙে যেতে হচ্ছে।

সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছোট ছোট যানে তাদের গন্তব্যে পৌছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রাজবাড়ী সদর উপজেলা এলাকার বাসিন্দা শেফালী বেগম জানান, ঢাকায় তার ভাইয়ের বাসায় যাচ্ছেন নিজ গাছের আম নিয়ে। মুরগির ফার্মে এসে জানতে পারেন ঢাকাতে কোন বাস যাচ্ছে না। এখন বিকল্প উপায়ে যাওয়া ছাড়া উপায় নেই।

পাবনা থেকে রাজবাড়ী এসেছেন মো. সেলিম। যাবেন ফরিদপুরে। তিনি জানান, রাজবাড়ী এসে ধর্মঘটের কথা জানতে পারেন। ব্যাটারিচালিত অটোরিক্সায় ভাড়া চাইছে একশ টাকা। বাধ্য হয়ে যেতে হবে।

 খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুরের করিম গ্রæপের বাস গোল্ডেন লাইন গত বৃহস্পতিবার থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চালানো শুরু করে। শুক্রবার সকালে রাজবাড়ীতে গোল্ডেন লাইনের একটি বাস আটকে দেওয়া হয়। গোল্ডেন লাইন কর্তৃপক্ষ বিষয়টি জেনে ঢাকার গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর সকল বাসের কাউন্টার বন্ধ করে দেয়। রাজবাড়ী বাস মালিক কর্তৃপক্ষ বিষয়টি জেনে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ করে দেয়। যেকারণে শুক্রবার রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিল।

এবিষয়ে রাজবাড়ী পরিবহন মালিক গ্রæপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, এক জেলার বাস আরেক জেলায় চালাতে হলে অনুমোদনের একটা বিষয় আছে। গোল্ডেন লাইন কর্তৃপক্ষ তাদের সাথে কোনো প্রকার আলোচনা বা যোগাযোগ না করেই রাজবাড়ী থেকে ঢাকা রুটে বাস চালানো শুরু করে। যেকারণে বাসটি তারা ফেরত পাঠান। গোল্ডেন লাইন কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের বাস চলাচলে বাধা দেয়। গোল্ডেন লাইনের বাস রাজবাড়ীর উপর দিয়ে চলাচলের প্রতিবাদে তারা শুক্রবার অনানুষ্ঠানিকভাবে ঢাকার বাস চলাচল বন্ধ রেখেছিলেন। শুক্রবার রাতে জেলা প্রশাসকের আশ^াসে তারা শনিবার সকালে বাস চলাচল শুরু করেছিলেন। কিন্তু পরে তারা জানতে পারেন গোল্ডেন লাইনের বাস চলছে। আশ^াসের বাস্তবায়ন না হওয়ায় তারা জেলাজুড়ে ধর্মঘট ডেকেছেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, বিষয়টি সুরাহার জন্য উভয় পক্ষ আলোচনার জন্য ঢাকায় রওনা হয়েছে। আশা করি এ সমস্যার সমাধান হয়ে যাবে।