শাস্তির দাবিতে মানববন্ধন
পাংশায় মাদ্রাসাছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১, ভ্যান উদ্ধার
- প্রকাশের সময় : ০৬:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ১১৩০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলার সমসপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র হাসিবুল বিশ^াসকে হত্যার ঘটনায় বুধবার রাতে মো. তারেক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। সে একই উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের আব্দুল খালেক প্রামানিকের ছেলে। গ্রেপ্তার তারেকের দেওয়া তথ্যমতে পুলিশ ছিনতাই করা ভ্যানটিও কুষ্টিয়ার কুমারখালী থেকে উদ্ধার করা হয়।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, মাদ্রাসাছাত্র হাসিবুল হত্যার ঘটনায় তার বাবা হামিদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। রাতে পুলিশ অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি তারেককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানিয়েছে, ভ্যান ছিনতাইয়ের জন্য সে হাসিবুলকে শ^াসরোধে হত্যা করেছে। তারেকের দেওয়া তথ্যমতে ছিনতাই করা ভ্যানটি কুমারখালী থেকে উদ্ধার করা হয়।
এদিকে হাসিবুলকে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘পাংশা উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী-ছাত্র ছাত্রীবৃন্দ’র ব্যানারে পাংশা উপজেলা পরিষদ চত্ত¡রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে পাংশা শাইজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আবু মুসা আসারির সভাপতিত্বে বক্তৃতা করেন পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ ড. খন্দকার মোহাম্মদ মাহাবুবুর রহমান, যশাই সমসপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাহলে মোহাম্মদ জিল্ল রহমান প্রমুখ।
বক্তারা বলেন, যারা আমাদের ছাত্র হাসিবুলকে নির্মমভাবে হত্যা করেছে তাদের কঠিন শাস্তির দাবি জানাই। যাতে হাসিবুলের মত আমাদের আর কোনো ছাত্রকে হারাতে না হয়। দ্রæত বিচার ট্রাইবুনালের মাধ্যমে দোষীদের ফাঁসির দাবি জানান তারা।
বুধবার সকালে পাংশার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি ঘাস ক্ষেত্রের মধ্য থেকে পুলিশ হাসিবুলের লাশ উদ্ধার করে। মঙ্গলবার বাবার ভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সে। হাসিবুল একই উপজেলার মাছাপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের হামিদুল ইসলামের ছেলে।