সুদে টাকা না পেয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও শিশু সন্তানকে কোল থেকে ফেলে দেওয়ার অভিযোগ
- প্রকাশের সময় : ০৭:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১১২৫ জন সংবাদটি পড়েছেন
১৫ হাজার টাকা ঋণ নিয়ে ৪০ হাজার টাকা শোধ করার পরও আরও টাকা দাবি করতে থাকে সুদে ব্যবসায়ী স্বপন খা। দাবিকৃত টাকা না পেয়ে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি করেই ক্ষান্ত হয়নি। তার দুই বছরের সন্তানকে কোল থেকে কেড়ে ফেলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামে। এ ঘটনায় রোববার ওই গৃহবধূ পাংশা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত স্বপন খা একই ইউনিয়নের চরপাড়া গ্রামের বরকত খার ছেলে।
ওই গৃহবধূ জানান, তাদের অভাব অনটনের সংসার। দেড় বছর আগে তার স্বামী স্বপন খার কাছ থেকে ১৫ হাজার টাকা ঋণ নেন। এ পর্যন্ত কয়েক কিস্তিতে তাকে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু সে আরও টাকা পাবে বলে জানায়। শনিবার বিকেলে স্বপন টাকার জন্য তাদের বাড়িতে আসে। ওই সময় তার স্বামী বাড়িতে ছিল না। স্বপন ক্রোধান্বিত হয়ে স্বামী কোথায় জানতে চাইলে বাড়িতে নেই বলে জানাই। তখন আমার দুই বছরের ছেলেকে কোল থেকে কেড়ে নিয়ে ফেলে দেয় স্বপন। তাকে মারধর ও শ্লীলতাহানি করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে স্বপন পালিয়ে যায়।
হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুন খান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। স্বপন বালু ব্যবসার পাশাপাশি সুদে ব্যবসাও করে। এলাকায় সে ‘পাগলা স্বপন’ নামে পরিচিত।
পাংশা মডেল থানার এএসআই মো. আব্বাস আলী জানান, এবাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্ত স্বপনের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে বহুবার কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।