গোয়ালন্দে দুর্বৃত্তদের হামলায় আহত দুই সাংবাদিক
- প্রকাশের সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১১৬৯ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপি নেত্রীবৃন্দের গাড়ী (মাইক্রোবাস) ভাঙচুরের ভিডিও ধারণ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার আহত হয়েছেন দুই সাংবাদিক। আহতরা হলেন দৈনিক বাংলা পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও বাংলাট্রিবিউন এর প্রতিনিধি মইনুল হক মৃধা ও দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু। শনিবার বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, শনিবার বিকেলে গোয়ালন্দে বিএনপি’র কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচী ছিল। এই কর্মসূচীকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও অবস্থান নেয়। বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বরে বিএনপি’র নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস আসলে ওই গাড়িতে ভাঙচুর চালানো হয়। এসময় কর্মরত সাংবাদিকরা ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা সাংবাদিকদের উপর হামলা করে। হামলায় আহত সাংবাদিকদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মইনুল হক মৃধাকে ভর্তি করা হয় ও অপর সাংবাদিক মোজাম্মেল হক লাল্টুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, ভাঙচুরের শিকার মাইক্রোবাসে তাদের কর্মসূচীতে যোগ দিতে কয়েকজন নেতা এসেছিল। হামলার শিকার হয়ে তারা আর কর্মসূচীতে যোগদিতে পারেন নি।
গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। ইতিপূর্বে গোয়ালন্দে এ ধরনে ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বসে বিষয়টি মীমাংশা করে ফেলা হবে।