Dhaka ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বখাটেদের আগুনে পুড়লো পানের বরজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১১৩৭ জন সংবাদটি পড়েছেন

উঠতি বয়সী বখাটে যুবকদের দেওয়া আগুনে পুড়েছে অজয় ভদ্র নামে এক ব্যক্তির একটি পানের বরজ। এতে ক্ষতি হয়েছে দুই লাখ টাকার। শনিবার রাত ৯টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুরনওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অজয় ভদ্র একই গ্রামের বাসিন্দা।

অজয় ভদ্র বলেন, সরস্বতী পূজার সময় এলাকার উঠতি বয়সী কয়েক যুবকের সঙ্গে তার বাগবিতন্ডা হয়। এরই জের ধরে তারা আমার পানের বরজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি জানান, বরজটি তার বাড়ি থেকে তিনশ মিটার দূরে। পানের বরজ পরিণত হওয়ায় রাতে তারা পাহারা দেন । শনিবার রাত সাতটার দিকে তিনি বাড়িতে ফিরে আসেন বিশ্রামের জন্য। ৯টার দিকে খবর পান  বরজে আগুন লেগেছে। সেখানে গিয়ে আগুন নেভাতে নেভাতে সব শেষ। বিষয়টি পুলিশকে জানানোর পর তারা এসে দেখে গেছে।

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বখাটেদের আগুনে পুড়লো পানের বরজ

প্রকাশের সময় : ০৮:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

উঠতি বয়সী বখাটে যুবকদের দেওয়া আগুনে পুড়েছে অজয় ভদ্র নামে এক ব্যক্তির একটি পানের বরজ। এতে ক্ষতি হয়েছে দুই লাখ টাকার। শনিবার রাত ৯টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুরনওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অজয় ভদ্র একই গ্রামের বাসিন্দা।

অজয় ভদ্র বলেন, সরস্বতী পূজার সময় এলাকার উঠতি বয়সী কয়েক যুবকের সঙ্গে তার বাগবিতন্ডা হয়। এরই জের ধরে তারা আমার পানের বরজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি জানান, বরজটি তার বাড়ি থেকে তিনশ মিটার দূরে। পানের বরজ পরিণত হওয়ায় রাতে তারা পাহারা দেন । শনিবার রাত সাতটার দিকে তিনি বাড়িতে ফিরে আসেন বিশ্রামের জন্য। ৯টার দিকে খবর পান  বরজে আগুন লেগেছে। সেখানে গিয়ে আগুন নেভাতে নেভাতে সব শেষ। বিষয়টি পুলিশকে জানানোর পর তারা এসে দেখে গেছে।

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।