Dhaka ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / ১১৬৯ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. রফিকুজ্জামান লিটনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও লিটনের উপর হামলাকারীদের শাস্তি দাবিতে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, যুগান্তরের উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম মোর্তাবা রিজু।

বক্তারা বলেন, সংবাদকর্মীরা যে কোনো বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করবেন। এটাই স্বাধীন সাংবাদিকতা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজবাড়ীতে বেশ কয়েকজন সাংবাদিক হামলা-মামলার শিকার হয়েছেন। সাংবাদিক লিটনের উপর হামলা ও মামলা একটি ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। তারা অবিলম্বে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও লিটনের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর সকাল ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার আমতলা বাজার এলাকায় একদল দুর্বৃত্ত লিটনের উপর হামলা করে। পরে স্থানীদের সহায়তায় সংবাদকর্মী রফিকুজ্জামান লিটনকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রফিকুজ্জামান বাদী হয়ে গোলাম সরোয়ার ভূঁইয়া ও তার ছেলে সাকিব ভূঁইয়াসহ কয়েকজনকে আসামি করে বালিয়াকান্দি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

পরে গোলাম সরোয়ার ভূঁইয়া বাদী হয়ে রাজবাড়ীর আদালতে লিটনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. রফিকুজ্জামান লিটনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও লিটনের উপর হামলাকারীদের শাস্তি দাবিতে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, যুগান্তরের উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম মোর্তাবা রিজু।

বক্তারা বলেন, সংবাদকর্মীরা যে কোনো বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করবেন। এটাই স্বাধীন সাংবাদিকতা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজবাড়ীতে বেশ কয়েকজন সাংবাদিক হামলা-মামলার শিকার হয়েছেন। সাংবাদিক লিটনের উপর হামলা ও মামলা একটি ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। তারা অবিলম্বে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও লিটনের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর সকাল ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার আমতলা বাজার এলাকায় একদল দুর্বৃত্ত লিটনের উপর হামলা করে। পরে স্থানীদের সহায়তায় সংবাদকর্মী রফিকুজ্জামান লিটনকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রফিকুজ্জামান বাদী হয়ে গোলাম সরোয়ার ভূঁইয়া ও তার ছেলে সাকিব ভূঁইয়াসহ কয়েকজনকে আসামি করে বালিয়াকান্দি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

পরে গোলাম সরোয়ার ভূঁইয়া বাদী হয়ে রাজবাড়ীর আদালতে লিটনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন।