Dhaka ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দির ইউএনও নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ১১৩৯ জন সংবাদটি পড়েছেন

SSUCv3H4sIAAAAAAAEAJ1W226jMBB9X2n/IeK5kWyML+yvVH0wxiFWASPbpIqq/Psa0mxhJlKlfQKPj+d6ZuzP378Oh6LR0Zniz+FzWeW16/s5pqCT82MW05cvuW1d8sHpPgvJIrutO0VMOs3Rxo0KG6fl5AZkdLJdPr2DPSy/3teHx8a6mU/kraJ42cji3Kyyh+j28t8n7z9vj+B0Z0dz/fYti9pg9RCTG+zWxQNQvFtQJf5ZeLv/3DZJCLa3+p6p17vl4v0j2TBsk5Kt9i6b3SVm0VxTzssC+N3apF1v2x1YipIhJNtjallKhLlYk0u8N0xILSkEAo5sTKuacIhutHnvgp/HvQtCECKRZgM11pQRHHZ03R4naElqiOuCns4glUJUXEFgvA6N7/c4QiXC5QoOdkx7oGIVVoj8y+qQfzlYYyegjhCKAja9j3aeAFBSpPHDNiAtdYnK18zRjTZGoK6qETJZcx5977srwHKK2GOCjmcAq3FmLi7MwHLJFbLc6rGzAaawRAFHa+bgEvSPVMg/nVIm4h7HlEC46E/pQwcLQxGI2GeoT9Ea52VBubH7GWhDAN0npcBWm+DfLSRXWT2pcgfSTKoK8UWHETonBBOoMZcoQD0kYZjSrU4a8ooj36bgm9xKAMgwDeI1JoQjHDdIAIN6rS1WZ4IFuaNUUi4gcNA95oBitRCI0Kc8gWdEF4oLEvXJYqLioZ6Tk/sOzVbBJUM6zbWBXfKs4914eqKRMskVquApXyj7OnPKGKqzi1OvQTRUKTzRV9PginpuefANtJ37Dk/r6exHCKsq1Chx0CFhbJkvU+zmCoYXRY15Zvv+mfknXqZ8Wfzg6fL5ehxcXGv98g74Wuu5dX7zLrh4o/tlbrLNoSk4c+/exzGfzisfHmuT72k/bARj5lb8fh8t/bo4mCtCBZWk5ERIpcpSkeLxvvN5frVxo8MtxSxa2jS8tfJYCdkeq4rJY6Pa05HW1ak1Da/1yprbX1BCkyZnCgAA

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার রেফারেন্সে মোবাইল ফোনে উপজেলার দুই মুক্তিযোদ্ধার কাছে টাকা দাবি করেছে প্রতারকরা। বিষয়টি জানার পর তাৎক্ষণিক বুধবার রাতে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক থেকে সবাইকে সতর্ক হওয়ার আহŸান জানিয়েছেন।  ফেসবুক পোস্টে ইউএনও লিখেছেন, ‘উপজেলা নির্বাহী অফিসার বালিয়াকান্দির রেফারেন্সে বীর মুক্তিযোদ্ধাগণের নিকট থেকে টাকা দাবি করা হচ্ছে।দয়া করে প্রতারণার শিকার হবেন না, কাউকে কোন প্রকার অর্থ দিবেন না।’

জানা গেছে, বুধবার উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের কাছে মোবাইল ফোনে কল করে ‘বালিয়াকান্দি ইউএনও কার্যালয় থেকে বলছি মুক্তিযোদ্ধা কল্যাণ  ট্রাস্ট থেকে আপনার নামে ২ লাখ ৬৭ হাজার টাকা এসেছে। এজন্য আগে আপনাকে ৬৭ হাজার টাকা দিতে হবে।’ বীর মুক্তিযোদ্ধাদের বিষয়টি সন্দেহ হলে তারা ইউএনওকে জানান।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, একটি প্রতারক চক্র এসব করছে। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে ফেসবুকে সতর্কবার্তা দিয়েছেন। বালিয়াকান্দি থানার ওসিকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। এছাড়া যে দুজন বীর মুক্তিযোদ্ধাকে কল করেছিল তারা থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান তিনি।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। যাদের কাছে টাকা চেয়েছে তারা থানায় অভিযোগ দিচ্ছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রতারকদের শনাক্তের চেষ্টা করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দির ইউএনও নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা

প্রকাশের সময় : ০৮:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার রেফারেন্সে মোবাইল ফোনে উপজেলার দুই মুক্তিযোদ্ধার কাছে টাকা দাবি করেছে প্রতারকরা। বিষয়টি জানার পর তাৎক্ষণিক বুধবার রাতে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক থেকে সবাইকে সতর্ক হওয়ার আহŸান জানিয়েছেন।  ফেসবুক পোস্টে ইউএনও লিখেছেন, ‘উপজেলা নির্বাহী অফিসার বালিয়াকান্দির রেফারেন্সে বীর মুক্তিযোদ্ধাগণের নিকট থেকে টাকা দাবি করা হচ্ছে।দয়া করে প্রতারণার শিকার হবেন না, কাউকে কোন প্রকার অর্থ দিবেন না।’

জানা গেছে, বুধবার উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের কাছে মোবাইল ফোনে কল করে ‘বালিয়াকান্দি ইউএনও কার্যালয় থেকে বলছি মুক্তিযোদ্ধা কল্যাণ  ট্রাস্ট থেকে আপনার নামে ২ লাখ ৬৭ হাজার টাকা এসেছে। এজন্য আগে আপনাকে ৬৭ হাজার টাকা দিতে হবে।’ বীর মুক্তিযোদ্ধাদের বিষয়টি সন্দেহ হলে তারা ইউএনওকে জানান।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, একটি প্রতারক চক্র এসব করছে। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে ফেসবুকে সতর্কবার্তা দিয়েছেন। বালিয়াকান্দি থানার ওসিকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। এছাড়া যে দুজন বীর মুক্তিযোদ্ধাকে কল করেছিল তারা থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান তিনি।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। যাদের কাছে টাকা চেয়েছে তারা থানায় অভিযোগ দিচ্ছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রতারকদের শনাক্তের চেষ্টা করছে।