বীর মুক্তিযোদ্ধা শহিদুন্নবী আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- প্রকাশের সময় : ০২:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ১২৫৭ জন সংবাদটি পড়েছেন
বীর মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদ শহিদুন্নবী আলমকে বুধবার শহরের নতুনবাজার সংলগ্ন পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে ৮০ বছর বয়সে রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শহিদুন্নবী আলম ভারতের দেরাদুন থেকে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সম্মুখ সমরে যুদ্ধ করেছেন তিনি। রাজবাড়ী জেলার দৌড়বিদ ও সাঁতারু হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে তার।
বুধবার বেলা ১১ টায় রাজবাড়ী রেলওয়ে ময়দানে তাকে গার্ড অব অনার প্রদান করে চৌকস পুলিশের একটি দল। পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।