রাজবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত
- প্রকাশের সময় : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১১৬১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদার সাথে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকালে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা প্রেসক্লাব, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত জাতির জনকের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায়।
পরে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে শোক দিবসের আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খোদেজা নাসরীন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ প্রমুখ।
দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।