পাংশায় কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ॥ নারীসহ আহত ৫
- প্রকাশের সময় : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১২৭৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥
কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশা পৌর এলাকার মৈশালা গ্রামের আব্দুল কুদ্দুসের বসতবাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন আব্দুল কুদ্দুস, তার স্ত্রী নুরজাহান বেগম, মেয়ে মিতু খাতুন, পুত্রবধূ রাবেয়া খাতুন, স্বজন মো. মনিরুল ইসলাম ও ইমরান হোসেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাতপাতালে পাঠানো হয়। বাকীদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মৈশালায় আজিজ সরদারের ইট ভাটা মাঠে কিশোর ছেলেদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। কিশোরদের অভিভাবকরাও খেলা দেখতে আসেন। খেলা শেষে অংশগ্রহণকারী কিশোর খেলোয়াড়দের অভিভাবকদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরই জের ধরে সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও বাড়ির সদস্যদের মারপিট করে।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, শিশু কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা মারপিটের একটি ঘটনার কথা তিনি শুনেছেন। খেলা শেষে এক পক্ষ আরেক পক্ষকে অপমান করে কথা বলেছিল। তারই শোধ নিতে হামলা চালানো হয় বলে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।