রাজবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
- প্রকাশের সময় : ০৯:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৩৬৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বুধবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. পুর্ণিমা রানী দত্তের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যড. দেবাহুতি চক্রবর্তী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন, অ্যড. বাবন চক্রবর্তী, মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহার, সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক এজাজ আহমেদ, অ্যড. নাজমা সুলতানা, অ্যড. রেহেনা সালমা প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিয়ে এখন সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সবাইকে ভূমিকা রাখতে হবে। তবেই বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব হবে।