Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‌ ছাত্রদ‌লের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়ার শাহাদত বার্ষিকী পালন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ১১৫৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন   জাতীয়তাবাদী দল বিএন‌পির প্রতিষ্ঠাতা সা‌বেক রাষ্ট্রপ‌তি শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান এর ৪১তম শাহাদৎ বা‌র্ষিকী উপল‌ক্ষে রাজবাড়ী‌তে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। রোববার বিকা‌লে ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আ‌য়োজ‌নে দলীয় কার্যাল‌য়ে এ আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এ‌তে সভাপ‌তিত্ব ক‌রেন রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

সভায় জেলা ছাত্রদ‌লের সদস্য স‌চিব শা‌হিনুর রহমান শাহিন এর সঞ্চালনায় বক্তব্য রা‌খেন যুগ্ম আহ্বায়ক আরজাদ হো‌সেন আজাদ, রা‌সেল শেখ,  আ‌তিকুর রহমান হাসান, নিকবর হো‌সেন প‌্যা‌রিস, রা‌কিবুল ইসলাম অবাক প্রমূখ।

বক্তারা ব‌লেন, বেগম জিয়া ও তা‌রেক রহমান সহ বিএন‌পির সকল অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে করা মিথ‌্যা ও হয়রা‌নিমূলক মামলা প্রত‌্যাহার ক‌রে নির্দলীয় সরকা‌রের অ‌ধি‌নে জাতীয় নির্বাচ‌নের ব‌্যবস্থা কর‌তে হ‌বে। অন‌্যথায় ছাত্রদল রাজবাড়ী সারা‌দে‌শে গনতন্ত্র পূনরুদ্ধারে অা‌ন্দোলন গ‌ড়ে তুল‌বে। বর্তমা‌নে অা`লীগ সরকার উন্নয়‌নের না‌মে দে‌শের মানু‌ষের সা‌থে প্রতারনা কর‌ছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অাগামী‌তে সকল বাঁধা বিপ‌ত্তি উ‌পেক্ষা ক‌রে খা‌লেদা জিয়া‌ ও তা‌রেক রহমা‌ন মুক্ত ক‌রে বিএন‌পি সরকার গঠন কর‌বে। এবং সেই সরকার সাধারন মানু‌ষের হ‌য়ে কাজ কর‌বে। এছাড়া অাগামী দি‌নে দাবী অাদা‌য়ের সকল অা‌ন্দোল‌ন সংগ্রা‌মে রাজপ‌থে থাক‌বে রাজবাড়ী ছাত্রদল নেতাকর্মীরা। এবং শা‌ন্তিপূর্ণ অা‌ন্দোল‌নের মাধ‌্যমে তারা দা‌বি অাদায় কর‌বে।

সভা শুরুর পূ‌র্বে চ‌ট্রোগ্রা‌মের সীতাকু‌ন্ডে ক‌ন্টেনার ডি‌পো‌তে ভয়াবহ অগ্নিকা‌ন্ডের ঘটনায় নিহত ও অাহ‌তের স্বর‌ণে এক মি‌নিট নিরবতা পালন ক‌রেন ছাত্রদল নেতাকর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‌ ছাত্রদ‌লের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়ার শাহাদত বার্ষিকী পালন

প্রকাশের সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

জনতার আদালত অনলাইন   জাতীয়তাবাদী দল বিএন‌পির প্রতিষ্ঠাতা সা‌বেক রাষ্ট্রপ‌তি শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান এর ৪১তম শাহাদৎ বা‌র্ষিকী উপল‌ক্ষে রাজবাড়ী‌তে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। রোববার বিকা‌লে ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আ‌য়োজ‌নে দলীয় কার্যাল‌য়ে এ আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এ‌তে সভাপ‌তিত্ব ক‌রেন রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

সভায় জেলা ছাত্রদ‌লের সদস্য স‌চিব শা‌হিনুর রহমান শাহিন এর সঞ্চালনায় বক্তব্য রা‌খেন যুগ্ম আহ্বায়ক আরজাদ হো‌সেন আজাদ, রা‌সেল শেখ,  আ‌তিকুর রহমান হাসান, নিকবর হো‌সেন প‌্যা‌রিস, রা‌কিবুল ইসলাম অবাক প্রমূখ।

বক্তারা ব‌লেন, বেগম জিয়া ও তা‌রেক রহমান সহ বিএন‌পির সকল অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে করা মিথ‌্যা ও হয়রা‌নিমূলক মামলা প্রত‌্যাহার ক‌রে নির্দলীয় সরকা‌রের অ‌ধি‌নে জাতীয় নির্বাচ‌নের ব‌্যবস্থা কর‌তে হ‌বে। অন‌্যথায় ছাত্রদল রাজবাড়ী সারা‌দে‌শে গনতন্ত্র পূনরুদ্ধারে অা‌ন্দোলন গ‌ড়ে তুল‌বে। বর্তমা‌নে অা`লীগ সরকার উন্নয়‌নের না‌মে দে‌শের মানু‌ষের সা‌থে প্রতারনা কর‌ছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অাগামী‌তে সকল বাঁধা বিপ‌ত্তি উ‌পেক্ষা ক‌রে খা‌লেদা জিয়া‌ ও তা‌রেক রহমা‌ন মুক্ত ক‌রে বিএন‌পি সরকার গঠন কর‌বে। এবং সেই সরকার সাধারন মানু‌ষের হ‌য়ে কাজ কর‌বে। এছাড়া অাগামী দি‌নে দাবী অাদা‌য়ের সকল অা‌ন্দোল‌ন সংগ্রা‌মে রাজপ‌থে থাক‌বে রাজবাড়ী ছাত্রদল নেতাকর্মীরা। এবং শা‌ন্তিপূর্ণ অা‌ন্দোল‌নের মাধ‌্যমে তারা দা‌বি অাদায় কর‌বে।

সভা শুরুর পূ‌র্বে চ‌ট্রোগ্রা‌মের সীতাকু‌ন্ডে ক‌ন্টেনার ডি‌পো‌তে ভয়াবহ অগ্নিকা‌ন্ডের ঘটনায় নিহত ও অাহ‌তের স্বর‌ণে এক মি‌নিট নিরবতা পালন ক‌রেন ছাত্রদল নেতাকর্মীরা।